কিওয়ার্ড কি এবং কিওয়ার্ড কত প্রকার
কিওয়ার্ড কি এবং কিওয়ার্ড কত প্রকার আপনারা হয়তো জানলেও সঠিক তথ্য টা জানেন না তাই আমি কিওয়ার্ড সম্পর্কে কিছু সঠিক কথা তুলে ধরার চেষ্টা করব যেমন কিওয়ার্ড কি, কিওয়ার্ড কত প্রকার তাদের প্রকার ভেদ,রিসার্চ কিওয়ার্ড।
কিওয়ার্ড কেন মানুষ ব্যাবহার করে ইত্যাদি সহ অনেক কিছু। কিওয়ার্ড সম্পর্কে সঠিক কথা জানতে নিচের পোস্ট টি মনযোগ দিয়ে পড়ুন।
.
কিওয়ার্ড কি এবং কিওয়ার্ড কত প্রকার
কিওয়ার্ড হচ্ছে এমন এক শব্দ যা আমারা গুগলে, ইউটিউব, ফেসবুক ইত্যাদিতে সার্চ দিয়ে পাই। এক কথায় আমাদের মনে যত প্রশ্ন থাকে তখন আমারা বিভিন্ন অ্যাপসের মাধ্যমে সার্চ দিই। আমরা সেই সার্চ ইন্জিইন টাকে কিওয়ার্ড বলি।
কিওয়ার্ড কত প্রকার আমারা হয়তো সঠিক উওরটা জানি না। আমরা হয়তো অনেক জানি কিওয়ার্ড ৪,৫,৬,৭,৮,৯,১০,১১,ইত্যাদি সহ অনেক প্রকার। কিন্তু আসলে আমরা সঠিক উওর টা কি জানি কিওয়ার্ড কত প্রকার ও কি কি।
কিওয়ার্ড দুই প্রকার
- শর্ট - টেইল কিওয়ার্ড
- লং- টেইলি কিওয়ার
শর্ট - টেইল কিওয়ার্ড এবং লং- টেইল কিওয়ার্ড আবার ভিন্ন শ্রেনীতে ভাগ করা রয়েছে। তবে জেনে নেওয়া যাক এই দুই কিওয়ার্ড সম্পর্কে। কিওয়ার্ড কি এবং কিওয়ার্ড কত প্রকার এই সম্পর্কে জানলে এদের প্রকার ভেদ ও জানা এবং চিনা উচিত। শর্ট টেইল কিওয়ার্ড ও লং টেইল কিওয়ার্ডের প্রকার ভেদ চিনতে নিচের পোস্ট টি পড়ুন।
শর্ট-টেইল কিওয়ার্ড
শর্ট- টেইল কিওয়ার্ড হচ্ছে আমরা গুগলে যে শব্দ লিখে সার্চ দিই সেই শব্দ বা ওয়ার্ড ১-২ এর ভিতরে যেই ওয়ার্ড লিখা হয় সেটাকে বলা হয়েছে শর্ট -টেইল কিওয়ার্ড যেমন:
- আদার উপকারিতা
- মধুর উপকারিতা
- লেবুর উপকারিতা
এরকম দুই ওয়ার্ড লিখাকে আমরা শর্ট টেইল কিওয়ার্ড বলব। আমরা গুগলে যত কিওয়ার্ড পেয়ে থাকি সেগুলো শর্ট টেইল কিওয়ার্ড ও লং টেইল কিওয়ার্ড এগুলো কে বিভিন্ন শ্রেণিতে ভাগ করা হয়েছে।
লং-টেইল কিওয়ার্ড
লং টেইল কিওয়ার্ড হচ্ছে আমরা গুগলে যেই ওয়ার্ড গুলো লিখে সার্চ দিই সেই ওয়ার্ড ৩-৫ বা এর বেশি ওয়ার্ড গুলো হচ্ছে লং টেইল কিওয়ার্ড যেমন:
- আমাদের জাতীয় ফুল সাপলা
- নিয়মিত খাবার না খেলে কি হয়
- মধুর উপকারিতা ও উপকারিতা
- কালি জিরা খেলে কি কি রোগ থেকে মুক্তি পাওয়া যায়
লং টেইল কিওয়ার্ড হচ্ছে একটা টার্গেট করা বা নিদিষ্ট কিওয়ার্ড। এই কিওয়ার্ডে তিন বা তার বেশি শব্দ থাকে যা শুধু মাত্র একটা নিদিষ্ট দিক লক্ষ্য করে। বিশেষ করে ডিজিটাল মার্কেটিং বা এস এসইও জন্য এই দুই কিওয়ার্ড অনেক গুরুত্বপূর্ণ।
কিওয়ার্ড রিসার্চ করা কি
কিওয়ার্ড কি এবং কিওয়ার্ড কত প্রকার এই সম্পর্কে বিস্তারিত উপরে জেনে এসেছি এখন জানব কিওয়ার্ড রিসার্চ করা কারে বলে। কিওয়ার্ড রিসার্চ হচ্ছে সেই শব্দ বা ব্যাকাংসগুলি আবিষ্কার যা মানুষ জনের অজনা তথ্যা গুলো খুঁজে বের করতে সাহায্য করে বিশেষ করে মানুষ যেই তথ্য যানেনা সেই তথ্য খুজার জন্য গুগলে বা বিভিন্ন অ্যাপসের মাধ্যমে অনলাইনে সার্চ দায়। রিসাচ কিওয়ার্ড অনেক সহজ মনে হলে ও আবার অনেক কঠিন বিষয়। কিওয়ার্ড রিসার্চ করার সময় আমাদের বিভিন্ন বিষয়ের উপর লক্ষ্য রাখতে হবে।
আরও পড়ুন : নামাজের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে হাদিস
যেমন ব্লগ, পোডাক্ট বা ভিন্ন সার্ভিস অনুযায়ী আমাদের কোন কিওয়ার্ড সিলেট করতে হবে তা আমাদের জানা উচিত। বাংলা কিওয়ার্ড কথা টি রাইটার এবং কনটেন্ট ক্রিয়েটরদের কাছে খুবই জনপ্রিয় শব্দ। কিওয়ার্ড রিচার্জ করাটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ফেসবুক ইউটিউব গুগল যেকন প্ল্যাটফর্মে কাজ করেন না কেন কিওয়ার্ড রিসাচ সম্পর্কে জানতে হবে।
কিওয়ার্ড রিচার্জে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল দর্শকদের বোঝা। তাদের মতামত জানা তারা কি জানতে চাই তারা কি পণ্য কিনতে চায় তারা কি সমস্যার সমাধান চায় এই সব কিছু জেনে কিওয়ার্ড রিসার্চ করা।আপনাকে টার্গেট করতে মানুষজন কোন ভাষা কোন শব্দগুলো জানতে চাচ্ছেন এগুলো জেনে তাদের পছন্দগুলি তালিকা করে কিওয়ার্ড রিসার্চ করতে হবে।
সার্চ ইনটেন্ট কি
কিওয়ার্ড কি এবং কিওয়ার্ড কত প্রকার কিওয়ার্ড রিসাচ করা কাকে বলে এই সব কিছু উপরে পাটে বলে এসেছি। কিন্তু আপনারা কি জানেন সার্চ ইনটেন্ট কি। না জানলে তবে চলুন জেনে নেওয়া যাক। এই বিশ্বের মানুষজন এখন অনলাইনের উপরই নির্ভর করে নতুন কিছু তথ্য জানার জন্য ও শেখার জন্য বিভিন্ন প্রয়োজনে যে জিনিস জানতে চায় এবং গুগলে সার্চ ইঞ্জিনে সার্চ করে থাকে।
ওই ব্যক্তি যে কারণে সার্চ করে থাকে সেটাকে বলা হয়েছে সার্চ ইনটেন্ট। সাস্ট ইন্টেন্ট কয়েক প্রকার হয়ে থাকে যেমন
- Informational
- Navigational
- Commercial
- Transactional
informational সার্চ ইনটেন্ট হচ্ছে একজন ব্যক্তি যখন কন কিছু জন্যে চুপ করে থাকে। সাধারণত what, tips,learn,who ইত্যাদি শব্দ ব্যাবহার করে থাকে।
navigational যখন কেউ এসে ওয়েবসাইটে সরাসরি না গিয়ে কোন ব্যান্ডের নাম বা সার্ভিস প্রোডাক্ট নাম সার্চ করে সেটিকে নেভিগেশন বলা হয়।
Commercial যখন কোন ব্যাক্তি কোন একটি প্রোডাক্ট ক্রয় করতে চায়। কিন্তু সে কোন প্রডাক্টটি ক্রয় করবে চিন্তায় পড়ে যায় তখন সে সার্চ করে কোন প্রোডাক্ট ভালো কোন ব্র্যান্ড ভালো সেটিকে কমার্শিয়াল সার্চ ইনটেন্ট বলা হয়।
Transactionalকোন ব্যক্তি ক্রয় করার উদ্দেশ্যে যখন সার্চ করে থাকে তাকে ট্রানজেকশনাল সার্চ ইন্টেরেন্ট বলা হয়।
ফোকাস কিওয়ার্ড কি
কিওয়ার্ড কি এবং কিওয়ার্ড কত প্রকার, কিওয়ার্ড সার্চ করতে হয় কিভাবে, সার্চ ইনটেন্ট কি এইসব কিছু আমরা উপরে তথ্য তে পড়ে এসেছি। আপনারা কি জানেন ফোকাস কিওয়ার্ড কি। না জানলে এটা মনযোগ পড়ুন। ফোকাস কিওয়ার্ড হচ্ছে এমন একটি Word যা website এর pege or post থাকা তথ্য বর্ণনা দায় সব থেকে সেরা পোস্ট হিসেবে।
বিভিন্ন ওয়েবসাইটে বা সার্চ ইঞ্জিনে একজন ব্যক্তি যখন কোন কিছু জানার জন্য সার্চ করে তাকে ফোকাস কি আর বলা হয় যেমন বাংলাদেশের জনপ্রিয় ওয়েবসাইট কোনটি। ফোকাস কিওয়ার্ড সম্পর্কে জানার জন্য অনেক রিসার্চ করতে হবে। ফোকাস কিওয়ার্ড দুই প্রকার
লং- টেইল কিওয়ার্ড
শর্ট- টেইল কিওয়ার্ড
প্রয়োজনীয় কিছু শেষ কথা
আমি চেষ্টা করেছি এই পোস্টির মাধমে কিওয়ার্ড কি এবং কিওয়ার্ড কত প্রকার বক্তব্য টি তুলে ধরার। আপনার যদি এই পোস্ট ভালো লাগে তাহলে এরকম নিত্য নতুন ও সঠিক পোস্ট নিয়মিত আমার ওয়েবসাইটে পড়তে আসতে পারেন।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url