স্মার্ট টিভি কেনার আগে যে ১০ টি বিষয় দেখে কিনবেন
টিভি আমাদের দেশের প্রতি টা ঘরে ঘরেই থাকে হতে পারে কারো কম দামি বা কারো বেশি দামি, কারো ছোট আবার কারো বড়।
কিন্তু স্মার্ট টিভি কেনার আগে যে ১০ টি বিষয় দেখে কিনবেন এ বিষয়ে আজকে বিস্তারিত আপনাদের বলব।
.
ভূমিকা
স্মার্ট টিভি কিনার আগে কি কি করবেন? এই নিয়ে চিন্তায় পড়েছেন। চিন্তার কোন কারণ নেই আপনি যদি এই পোস্ট টি শেষ পযন্ত পড়েন তাহলে আপনি ও জেনে জাবেন। স্মার্ট টিভি এখন প্রায়ই সবার ঘরের কুম বেশি দেখা যায়। স্মার্ট টিভি কেনার আগে যে ১০ টি বিষয় দেখে কিনবেন। কিনতে যাওয়ার আগে অবশ্যই আমাদের এ বিষয়গুলো জেনে রাখা উচিত। আপনি যদি স্মার্ট টিভি কেনার কথা ভেবে থাকেন।
আরও পড়ুন : মাছ ও মাংস রান্না করতে কি কি লাগে
তাহলে আপনাকে যে বিষয় বস্তুগুলো জেনে কিনতে হবে। কিনার আগে কি কি করবেন তাহলে চিন্তার পড়ে গেছেন। তবে চিন্তার কোন কারণ নেই আজ আমি আপনাদের জানাবো স্মার্ট টিভি কেনার আগে কি কি করবেন, স্মার্ট টিভিতে কি কি করা যায়, স্মার্ট টিভির কিনার সুবিধা ও অসুবিধা। এই নিয়ে আজকের পোস্ট।
স্মার্ট টিভি কেনার আগে যে ১০ টি বিষয় দেখে কিনবেন
১# ওয়ারেন্টি ও গ্যারেন্টি: স্মার্ট টিভি কিনতে গেলে আমাদের অনেক টাকার বাজেট নিয়ে কিনতে যেতে হয়।তবে বেশি টাকা দিয়ে টিভি কিনবেন আর সঙ্গে ওয়ারেন্টি ও গ্যারান্টি নিবেন না। এটা কখনো হতে পারে। সাধারণ টিভি গুলো ২ থেকে ৫ বছরের ওয়ারেন্টি ও গ্যারেন্টি দিয়ে থাকে।
আপনি অবশ্যই টিভি কিনার সময় ওয়ারেন্টি ও গ্যারান্টি কার্ড নিয়ে কিনবেন। কেননা ইলেকট্রনিক জিনিস যেকোনো সময় নষ্ট হতে পারে আর একবার নষ্ট হলে ঠিক করতে থাকা লাগে। অনেক টিভি তে দেখা যায় বাড়িতে আনার পর ডিসপ্লে অতটা ভালো না।
২#টিভির ইঞ্চি: টিভি কিনার আগে আপনাকে বাসায় থেকে সিদ্ধান্ত নিয়ে যেতে হবে আপনি কত ইঞ্চি টিভি নিবেন আর টিভি এনে কোথায় রাখবেন।সেখানেই বা কত ইঞ্চি পরিমাণ টিভি রাখা যাবে। আর টিভি কিনতে গেলেও ইঞ্চি হিসেবে দাম-দর করা হয়।
৩# ডিসপ্লে: টিভি কিনার আগে অবশ্যই আপনাকে ডিসপ্লে টা দেখে কিনতে হবে। এই ডিসপ্লে টা টিভি জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়।
৪#ব্যাজেট: আপনাকে টিভি কিনতে যাওয়ার আগে অবশ্যই আপনার বাজেট টা নির্ধারণ করে যেতে হবে। কেননা আপনার বাজেটের উপরেই টিভি ব্যান্ড ও সাইজ সিটেল করবে।
৫#অডিও ও ভিডিও কোয়ালিটি : টিভি কিনার আগে অবশ্যই আপনাকে টিভির সাউন্ড টা কেমন, ভিডিও কোয়ালিটি কেমন দেখে কিনতে হবে। স্মার্ট টিভি কেনার আগে যে ১০ টি বিষয় দেখে কিনবেন এর মধ্যে আপনারা ৫ টি বিষয় সম্পর্কে জেনে গেছেন। বাকি ৫ টি বিষয় জানতে নিচের পোস্ট টি মনোযোগ সহকারে পড়ুন।
৬#রেজুলুশন: পিক্সেল যত বেশি, টিভিতে ছবি তত ভালো।
৭#কানেক্টিভিটি: আপনার প্রয়োজন অনুযায়ী টিভি সংযোগ পোট চেক করে নিবেন যেমন HDMI পোট, USB পোট দেখে নেওয়া টা গুরুত্বপূর্ণ।
৮#ব্যান্ড সিলেকশন: বাংলাদেশে বিভিন্ন ধরনের ব্র্যান্ড রয়েছে এর ভিতর আপনাকে নিশ্চিত করে যেতে হবে আপনি কোন ব্যান্ডের টিভি কিনবেন যেমন স্মাট, এলইডি, সনি ইত্যাদি।
৯#ইফিসিয়েন্সি: এনার্জি স্টার রেটিং টিভি নির্বাচিত করুন এতে করে আপনার বিল কম আসতে সাহায্য করবে।
১০#রিফ্রেশ রেট: টিভির ফেম প্রদর্শন করতে একটি টিভির রিফ্রেশ রেট প্রয়োজনীয় ফিচার। যা তার পরিমাপকে বোঝায়। বেশি রিফ্রেশ বিশিষ্ট টিভি কিনাই ভালো।
স্মার্ট টিভিতে কি কি করা যায়
আপনারা হয়তো অনেকেই জানেন না স্মার্ট টিভিতে কি কি করা যায়। আপনারা উপরে পড়ে এসেছেন স্মার্ট টিভি কেনার আগে যে ১০ টি বিষয় দেখে কিনবেন। তবে শুধু কি কিনলেই হবে আপনাকে অবশ্যই তার আগে জানতে হবে স্মার্ট টিভিতে কি কি করা যায়। কোন কোন ফাংশন থাকে এই সব আমি আপনাদের জানাবো এই পোস্টির মধ্যে জানাবো।
আরও পড়ুন : চোখের বিভিন্ন রোগ ও তার প্রতিকার
তবে চলুন জেনে নেওয়া যাক। আজ থেকে কিছু বছর আগে টিভি অতটা কারো ঘরেই ছিল না। কিন্তু এখন এই যুগে ছোট বড় টিভি সবার ঘরেই থাকে। ঠিক তেমনি অনেকের ঘরেও স্মার্ট টিভিটি এখন দেখা যায়। স্মার্ট টিভি কেনার আগে ১০ টি বিষয় দেখে কিনবেন এই বিষয় সম্পর্কে আপনারা জানলেও অনেকেই স্মার্ট টিভি চালানো টিভিতে কি কি করা যায় এই বিষয়বস্তুগুলো জানে না।
স্মার্ট টিভিতে ইন্টারনেট সংযোগ করা যায়। বিভিন্ন ধরনের অ্যাপস, ব্রাউজার, ইউটিউব, গেমস, ওয়াইফাই, সফটওয়্যার ইত্যাদি সহ ব্যবহার করা যায়। এক কথায় স্মার্টফোনের মতই স্মার্ট টিভি ও চালানো যায়।
স্মার্ট টিভি কিনার সুবিধা ও অসুবিধা
স্মার্ট টিভি কেনার আগে যে ১০ টি বিষয় দেখে কিনবেন এই বিষয় টা পড়ে বুঝতে পেরেছেন নিশ্চিয়ই কি ভাবে স্মার্ট টিভি দেখে শুনে কিনবেন। স্মার্ট টিভি সব থেকে বড় সুবিধা হল এখানে স্মার্টফোনের মতই ব্যবহার করা যায়। এখানে youtube, facebook, অ্যাপস ব্রাউজার ইত্যাদি সহ ব্যাবহার করা যার।
আপনি ফোনের যে কোন কাজ স্মার্ট টিভিতে করতে পারবেন। স্মার্ট টিভির অসুবিধা হলো আপনারা অনেকেই আছেন বাচ্চাদের কাটুন, ছবি দিয়ে অন্য কোন কাজ করে থাকেন। কিন্তু এটা করলে আপনাদেরই ভুল হবে কারণ এই টিভি টা যদি একবার নষ্ট হয় তাহলে আর আগের মত কাজ করে না অতটা।
শেষ মন্তব্য
আমি চেষ্টা করেছি আপনাদের মাঝে স্মার্ট টিভি কেনার আগে যে ১০ টি বিষয় দেখে কিনবেন তা নিয়ে কিছু সঠিক তথ্য তুলে ধরার। আপনার এই পোস্ট টি পড়ে ভালো লাগলে অবশ্যই আমার ওয়েবসাইট ভিজিট করতে ভুলবেন না।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url