আদা খাওয়ার অপকারিতা ও উপকারিতা

আদা খাওয়া যেমন স্বাস্থ্যের জন্য ভালো তেমন আদা খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতি। আদা খেলে কি কি শরীরে ক্ষতি হয় এবং আদা খেলে কি কি ঔষধের মত কাজ করে। আদা খাওয়ার অপকারিতা ও উপকারিতা এই সব সম্পর্কে আজকের পোস্ট।

.

ভূমিকা 

আদা খাওয়ার অপকারিতা ও উপকারিতা, আদা কি, কাচা আদা খাওয়া কি আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। খালি পেটে সকালে আদা খাওয়ার গুনাগুন। আদা খেলে কি কি সমস্যা দূর হয়। আদা খাওয়ার নিয়ম আদার ক্ষতির দিক, প্রতিদিন আদা খেলে কি হয়, রাতে আদা খেলে কি হয় এই সব নিয়ে আজকের আর্টিকেল টি। 

আমরা কি জানি আদা কি 

আদা খাওয়ার অপকারিতা ও উপকারিতা সম্পর্কে আপনারা হয়তো সঠিক তথ্যা টি জানেন না। আদা একটি উদ্ভিদ প্রজন্ম যা মানুষের মসলা হিসেবে ব্যবহৃিত হয়। সব মসলা থেকে আদা অন্যতম।বিভিন্ন ধরনের আচার, সুগন্ধি ও ঔষধ তৈরিতে ও ব্যবহার করা হয় আদা। আদা, সেই মসলা যা এশিয়া থেকে ইউরোপে রপ্তানি করা হয়েছিল। আদার ইংরেজি নাম (Ginger) খাবারের স্বাদ আনতে ব্যবহার করা হয় আদা। আদা দক্ষিণ-পূর্ব এশিয়ায় ব্যবহার করা হতো। 

আদা খাওয়ার উপকারিতা 

আদা খাওয়ার অপকারিতা ও উপকারিতা সম্পর্কে জানার আগে যে বিষয়গুলো আগে জানানো উচিত আদা খেতে হলেও ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া যাবেনা কেননা আদাতে যতটা উপকার ঠিক ততটা ক্ষতীয় রয়েছে। আদা খাওয়ার আগে অবশ্যই ডাক্তার সাথে পরামর্শ করে ও আপনাদের সমস্যাগুলো বলে তারপর খাবেন। আদা শুকনো বা কাঁচা দুটোতে উপকার। তবে কাঁচা আদার থেকে শুকনো আদার গুন অনেক বেশি। আপনাদের যদি বেশি উপকার পাওয়ার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই শুকনো আদা খাবেন। কাঁচা আদাটি রোদে শুকিয়ে চা র সাথে বা একটু অংশ কেটে নিয়ে চিবিয়ে খেতে পারেন। আদা খেতে হলে অবশ্যই নিয়ম কারণ জেনে খেতে হবে।

আরও পড়ুন : হারানো ফেসবুক আইডি ফিরে পাওয়ার উপায় 

নয়তো সমস্যা বাড়বে বই কমবে না। প্রতিদিন আদা খেলে মস্তিষ্কের ডোপামিন হরমোন ক্ষরণ পায়, পেট ফাঁপা, এসিডিটি, গ্যাস, বমি বমি ভাব হজম শক্তি কমাতে এবং মাথা ব্যাথা থেকে মুক্তি পাওয়া যায় আদা খেলে যা ঔষধের মত কাজ করে। আপনাদের যদি এই সব সমস্যাগুলো হয় ঘরে ওষুধ না থাকলেও আদা খেতে পারেন।

আদা ওজন কমাতেও সাহায্য করে। আমাদের শরীরের বিভিন্ন ধরনের ব্যথা কমাতে সাহায্য করে আদা। ক্যান্সারের ঝুকি কমাতে সাহায্য করে থাকে। বিভিন্ন রোগ থেকে মুক্তি পেতে পারেন যদি সকালে এক গ্লাস পানির সাথে একটু আদা মিশিয়ে খান প্রতি দিন। আদার গুড়া মধু একসঙ্গে মিশেও প্রতিদিন চা হিসাবে খেতে পারেন। চিবিয়ে আদা খেলে খাবারের রুচি আসে। 

আদা খাওয়ার অপকারিতা 

আপনি যদি আধা খাওয়ার নিয়ম না জেনে বেশি পরিমাণে আদা খান হতে পারে ডায়রিয়া, রক্তপাত, হৃদয় যন্ত্রের ঝুঁকি, গ্যাস, ফুলা ভাব, পাকস্থলী ক্ষতি, গর্ভাবস্থায় অনিরাপদ, মুখে অস্বস্তি, ঘুম কমে যেতে পারে তাই আদা খাওয়ার আগে অবশ্যই আপনাকে নিয়ম কারণ জেনে আদা খেতে হবে। আদা সাধারণত আমরা মসলা করে রান্নার কাজেই বেশি ব্যবহার করে থাকি।


তবে মসলা করে রান্না করার হিসাব একরকম আর অসুখ বিসুকের জন্য ঔষধ বাড়িতে না থাকলে কাচা বা শুকনো আদা খাওয়া আরেক রকম।

আদা খাওয়ার নিয়ম 

আপনারা এই পোস্টটি উপরে পড়ে নিশ্চয়ই জেনে গেছেন আদা খাওয়ার অপকারিতা ও উপকারিতা। এবার আপাদের বলব আদা খাওয়ার সঠিক নিয়ম।  আদাতে রয়েছে ভিটামিন বি, ফসফর, নিয়াসিন এবং ফোলেট, ভিটামিন সিক্স। আদার রস খেতে চাইলে কাঁচা আদা বেটে ছাকিয়ে রস বের করে পানি বা মধুর সাথে মিশেয়ে খান। আদার চা জন্য এক কাপ পানিতে এক টুকরো আদা কুচি করে দিয়ে ভালোভাবে ফুটিয়ে তৈরি করে ফেলুন আদার চা। আদা কেটে গেছে একটুকু অংশ চিবিয়ে খেতে পারে।

আরও পড়ুন : গাছের উপকারিতা সম্পর্কে ৫টি বাক্য

প্রতিদিন ১০- ১৫ গ্রাম আদার রস খেতে পারে। এর বেশী খেলে বিভিন্ন ধরনের সমস্যা বা  পাশ্বপ্রতিক্রিয়া হতে পারে। যদি আপনার পেটের সমস্যা হয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী আদা খাওয়া উচিত।খালি পেটে সকালে আদা চিবিয়ে খেলে রক্তের শর্তকরার মাত্রা নিয়ন্ত্রণে থাকে।

আদা কি ভাবে চাষ

আপনারা নিশ্চয়ই উপরে জেনে এসেছেন আদা খাওয়ার অপকারিতা ও উপকারিতা, খাওয়া নিয়ম, আদা কি এই সব বিষয়ে। এখন আমি আপনাদের জানাবো আদা কিভাবে চাষ হয়? আদা বেলে ও বেলে দো-আঁশ মাটি আদা চাষের জন্য উপযুক্ত। আদা উঁচু জমিতে চাষ হয়ে থাকে। আদা হতে প্রায় একবছর সময় লেগে থাকে। আদার বিভিন্ন জাত রয়েছে। আদা বালু মাটিতে ও বস্তায় করে বাড়িতে ও চাষ করা যায়। এতে করে ছাদে ও চাষ করে থাকেন অনেকেই। আদা বস্তায় চাষ করে কৃষক রা ও অনেক লাভ বান হন।

আমার কিছু কথা 

আপনা্দের যদি এই পোস্ট টি পড়ে ভালো লাগে তাহলে নিত্য নতুন পোস্ট পড়তে পারেন প্রতিদিন আমার ওয়েবসাইটে এসে ও আপনার বন্ধুদের জানাতে পারেন আদা খাওয়ার অপকারিতা ও উপকারিতা সম্পর্কে  ধন্যবাদ জানাই যারা এই পোস্ট টা মন যোগ দিয়ে শেষ পযন্ত পড়ছেন।  

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url