হারানো ফেসবুক আইডি ফিরে পাওয়ার উপায়

আমাদের বাংলাদেশের ফেসবুক চালায় না এমন হয়তো কেউ নেই। ফেসবুক অ্যাপস ছাড়া চলেই না। অনেকে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে না পারলেও অন্যদের হাতে খুলে নিয়ে ফেসবুক চালিয়ে থাকে।


অনেকে ফেসবুক চালাতে চালাতে ফেসবুক আইডি কেটে ফেলে। হারানো ফেসবুক আইডি ফিরে পাওয়ার উপায় নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। সূচিপত্রঃ ফেসবুক আইডি ফিরে পাওয়ার উপায় 
.

ফেসবুক লগইন করবেন কিভাবে 

আমরা আজকাল সবাই ফোনে ফেসবুক ব্যবহার করে থাকি। বলা যেতে পারে ফোনে ফেসবুক ছাড়া যেন মানায় না। আমরা অনেকেই আছি ফেসবুক চালাতে চালাতে ফেসবুক আইডিটা কেটে দিয়ে ফেলি। কেটে দেওয়ার পর আমরা আবার নতুন করে একাউন্ট খুলে থাকি ফেসবুকে। হয়তো আগের আইডিটা আমাদের প্রয়োজন হয় না বা কোন সমস্যার কারণে কেটে দিয়ে থাকি।

নতুন ফেসবুক লগইন করার কিছু দিন পর আবার আপনাদের হয়তো মনে হতে পারে যে আগের আইডিটাতে অনেক  প্রয়োজনীয় কিছু তথ্য রয়েছে যেটা আপনার প্রয়োজন। সেক্ষেত্রে হারানো ফেসবুক আইডি ফিরে পাওয়ার উপায় নিয়ে বিস্তারিত বলবো। ফেসবুক লগইন দুই ভাবে করা যায়। ইমেইল দিয়ে এবং ইউজার নেম সহ পাসওয়ার্ড দিয়ে। 

আরও পড়ুন : কিওয়ার্ড কি এবং কিওয়ার্ড কত প্রকার

যে ফেসবুকটি লগইন করতে চান অবশ্যই সেই ফেসবুকের ইউজার নেম সহ পাসওয়ার্ড বা কোন ইমেইল দিয়ে লগইন করেছিলেন এটা মনে রাখতে হবে। তাহলেই বাচ আপনি খুব সহজেই ফেসবুক আইডি লগইন করতে পারবেন। ফেইসবুক আইডি ডাউনলোড করার পর। ফেসবুক অ্যাপসের ক্লিক করার পর login, login into anothar এবং  create new account লিখা আসবে। 

Login মানে আগে থেকে যদি আপনার অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে Login অপশনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি চলে আসবে। Login into another অপশনে যদি ক্লিক করেন তাহলে ঔখানে আপনাকে একটা উপশনে ফোন নাম্বার অথবা ইমেইল দিতে হবে আরেক টাতে পাসওয়ার্ড দিতে হবে। Create new account অপশনে যদি ক্লিক করেন তাহলে আপনি ফোন নাম্বার, পাসওয়ার্ড, ইউজার নেম দিয়ে নতুন একটি অ্যাকাউন্ট খুলতে পারবেন। 

নিশ্চয়ই বুঝে গেছেন হারানো ফেসবুক আইডি ফিরে পাওয়ার উপায়। তার পর কিভাবে ফেসবুক লগইন করতে হবে কোন অপশনে ক্লিক করবেন কোন টার জন্য ইত্যাদি। 

ফেসবুক ডাউনলোড করবেন কিভাবে 

ফেসবুক ডাউনলোড করতে হলে অবশ্যই আপনার হাতে স্মার্ট ফোন থাকতে হবে। ল্যাপটপ বা ডেক্সটপ দিয়ে ও ফেসবুক ডাউনলোড করতে পারবেন। আপনার হাতে যদি একটি স্মার্ট ফোন থাকে তাহলে আপনার ফোনের গুগল ক্রোম ব্রাউজারে যেতে হবে। গুগল ক্রমে যাওয়ার পর প্লে ইস্টোর অ্যপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে আর যদি ডাউনলোড করা থেকে থাকে তাহলে আর ডাউনলোড করার প্রয়োজন নেই। 

প্লে স্টোরে গিয়ে আপনাকে লিখতে হবে ফেসবুক তার আপনার সামনে ফেসবুক অ্যাপস চলে আসবে। সেখানে আপনাকে সিলেক্ট করতে হবে ফেসবুক নিবেন না ফেসবুক লাইট নেবেন। সিলেট করা হয়ে গেলে ওই অ্যাপসটির উপর একবার ক্লিক করুন। ক্লিক করার পর ওখানে ইনস্টোল নামে একটা অপশন আসবে ওখানে ক্লিক করার পর কিছু ক্ষণের জন্য অপেক্ষা করুন। 

যতক্ষণ না ১০০% হচ্ছে। ১০০% হয়ে গেলে ব্যাচ আপনার ফেসবুক ডাউনলোড কমপ্লিট হয়েছে। আপনার ফোনের ব্রাউজারে গিয়ে এবার দেখুন ফেসবুক অ্যাপসটি চলে এসেছে। তবে এই অ্যাপস যেকোনো অ্যাপস গুগল ক্রোম থেকেও ডাউনলোড করতে পারবেন।

ফেসবুক চালুর পর কি কি করতে হবে 

  1. ফেসবুক অ্যাকাউন্ট খোলার পর আপনার ফেসবুক পোফাইলে যে বিষয় গুলো করতে পারেন।
  2. দুইটা ইমেজ অ্যাড করতে পারেন।
  3. একটা ফেসবুক পেজ তৈরি করতে পারেন।
  4. একটা ডিজিটাল কারেক্টোর চয়েস করতে পারেন যে আপনি পাবলিক করবেন না ফেন্ডলি করবেন পাবলিক করলে আপনার পোফাইলে যা কিছু ভিডিও ছবি বা তথ্য শেয়ার করবেন সেটা সবাই দেখতে পাবে আর যদি ফেন্ডস করে রাখেন তাহলে আপনি যাদের ফ্রেন্ড করবেন শুধু তারাই দেখতে পারবেন।
  5. আপনার ফেসবুক পোফাইলে দেওয়া ইমেল, ফোন নাম্বার তালা বন্ধ করে রেখে দিতে পারবেন যাতে অন্য রা দেখতে না পায়।
  6. আপনার ফেসবুক প্রোফাইল লক করে রাখতে পারবেন যাতে অন্যরা হ্যাক করতে না পারে বা কোন তথ্য চুরি করতে না পারে। 

ফেসবুক পেজ খোলার নিয়ম 

আপনি যদি সঠিক নিয়মে ফেসবুক পেজ খুলতে চান তাহলে পোস্ট টি মন যোগ দিয়ে শেষ পযন্ত পড়ুন।আমরা উপরে জেনে এসেছি হারানো ফেসবুক আইডি ফিরে পাওয়ার উপায়, লগইন করবেন কিভাবে, ফেসবুক ডাউনলোড করবেন কিভাবে, ফেসবুক চালুর পর কি কি করতে হবে ইত্যাদি। এস সব কিছু দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিভাবে ফেসবুক খুলবেন। 

এখন আপনাদের ফেসবুক পেজ খোলার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানাবো। প্রফেশনাল ফেসবুক পেজ খুলতে অবশ্যই আপনাকে ফেসবুকের ভিতরে যেতে হবে তার পর উপরে কোনার দিকে প্রোফাইল নামের চিহ্নটি তে ক্লিক করতে হবে। একটু নিচের দিকে আসলেই দেখতে পাবেন পেজ নামে একটি অপশন ওখানেও একটা ক্লিক করতে হবে। তার পর  Create নামে অপশনে ক্লিক করতে হবে এরপর Get stared নামে উপর ক্লিক করুন। 

আরও পড়ুন : শারীরিক ও মানসিক ভাবে সুস্থ থাকার উপায়

তারপর একটি পেজের নাম সিলেক্ট করুন পেজের নামটি অবশ্যই আপনার নিজের পছন্দ অনুযায়ী দিবেন পেজের নাম দেওয়া হয়ে গেলে Next বাটনে ক্লিক করুন। তারপর একটি ক্যাটাগরি সিলেক্ট করুন ক্যাটাগরি বলতে আপনি কি বিষয়ে পেজ খুলতে চান ক্যাটাগরি টা অবশ্যই ভেবে চিন্তে দিবেন তারপর Create নামের উপর ক্লিক করুন। 

তারপর আপনার সামনে দুইটি অপশন আসবে একটা হলো Poomote your products or services এখানে বলা হয়েছে আপনি কি কোন প্রডাক্ট বা সার্ভিস সম্পর্কে পেজ খুলতে চান না আরেক টা হলো Create connect with fan এখানে বলা হয়েছে আপনি কি ব্লগিং করতে চান যার যেটা প্রয়োজন সেটাতে ক্লিক করুন  তার পর Next বাটনে ক্লিক করুন এবং আপনার ফ্রেন্ডের আপনার ফেসবুক পেজে যুক্ত করুন ব্যাচ হয়ে গেল ফেসবুক পেজ খোলা।

হারানো ফেসবুক আইডি ফিরে পাওয়ার উপায় 

ফেসবুক আইডি লগইন করতে হয় কিভাবে আমারা উপরে দেখে এসেছি। কিন্তু হারানো ফেসবুক আইডি কিভাবে ফিরে পাওয়া যায় এইটা আমরা হয়তো অনেকেই জানিনা। আপনি যখন দেখবেন আপনার ফেসবুক প্রোফাইলে ঢুকতে পারছেন না  মনে হচ্ছে পাসওয়ার্ড হয়তো ভুলে গেছেন বা সঠিক পাসওয়ার্ড দিচ্ছেন তবুও হচ্ছেনা তাহলে বুঝে নিবেন আপনার ফেসবুকের সমস্যা না। 

হারানো ফেসবুক আইডি ফিরে পাওয়ার উপায়

এটা অন্য কোন সমস্যার কারণে হচ্ছে যেমন একই ফোন নাম্বার দিয়ে অনেকগুলো ফেসবুক আইডি খোলা। একই ফেসবুকে অনেকগুলো একাউন্ট লগইন করলে। একটা ইমেইল অনেকগুলো ফেসবুক একাউন্টে থাকলে। এক্ষেত্রে আপনি যা করবেন একই ফোন নাম্বার দিয়ে ফেসবুক খুলবেন না। যদি আপনার অ্যাকাউন্ট হারিয়ে যায় তাহলে দুই টা উপশন দিয়ে ফেসবুক ফিরিয়ে আনতে পারবেন। 

এক ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে। দুই পোফাইলের লিং যুক্ত করে। ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে দিয়ে কিভাবে লগইন করবেন আমারা উপরে জেনে এসেছি। এখন জানব লিং দিয়ে কিভাবে একাউন্ট সেট করবেন। আপনার ওই অ্যাকাউন্টের ইউজার নেম টা অন্য কারো ফন থেকে বা আপনার ফন থেকেই খুঁজে বের করুন তার পর লিংকটা কপি করুন। 

এর পর আপনার পোফাইলে এসে লগইনে এসে লিং টা দিয়ে লগইন করুন। তাহলেই ব্যাচ হয়ে গেল আপনার অ্যাকাউন্ট 

উপসংহার 

প্রিয় বন্ধুরা আপনারা উপরে এসেছেন ফেসবুক সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা যা আপনাদের প্রোয়জন হতে পারে। আপনার যদি এই পোস্টটি ভালো লেগে থাকে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। তাদের ও জানাতে পারেন হারানো ফেসবুক আইডি ফিরে পাওয়ার উপায়। ধন্যবাদ এই পোস্ট টি মন যোগ দিয়ে শেষ পযন্ত পড়ার জন্য।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url