গুগল সার্চ কনসোল কি এবং এর কাজ কি
প্রিয় পাঠক' আমরা গুগলে এ অনেক কিছুই জানার জন্য সার্চ দিয়ে থাকি। কিন্তু আমরা কি জানি গুগল সার্চ কনসোল কি এবং এর কাজ কি। আমরা তো অনেক বিষয় সম্পর্কেই জেনে থাকি।
গুগলে আমাদের অনেক তথ্য থেকে থাকে। কিন্তু google সম্পর্কে আমরা অতটাও জানিনা।
.
ভূমিকা
google হচ্ছে একটি সার্চ ইঞ্জিন। যেখানে মানুষ ইন্টারনেটে সাহায্যে ব্রাউজারে সার্চ করে অনেক তথ্য অনুসন্ধান করতে পারে। google এমন একটি ব্রাউজার যেখানে স্মার্ট ফোন থেকে শুরু করে যত পিসি ল্যাপটপ রয়েছে সেখানেও গুগল ব্রাউজার থাকে।
এই পোস্টটি শেষ পর্যন্ত পড়লে আজকে আমরা জানবো গুগল সার্চ কনসোল কি এর কাজ কি, google অ্যানালেটিক্স কি ও এ-র কাজ কি, google এডসেন্স থেকে লক্ষাধিক টাকা আয়, কিভাবে গুগল এডসেন্স একাউন্ট খুলবেন, google এডসেন্সের থেকে পেমেন্ট পাবেন কিভাবে ইত্যাদি।
গুগল সার্চ কনসোল কি এবং এর কাজ কি
গুগল সার্চ কনসোল হচ্ছে গুগলেরই ফ্রি একটি টুলস। যেখানে google সকলের ডাটা ট্রাক করতে পারবে। সবার ওয়েবসাইট পোস্ট কিভাবে শো করবে সেটি সম্পূর্ণ নির্ধারণ করে গুগল। google সার্চ কনসোল ব্যবহার করার কারণ হচ্ছে আমরা যারা ব্লগার নিয়ে কাজ করি সে ব্লগারে যে পোস্ট গুলো লেখা হয় সেগুলো আজও গুলো কাছে যাচ্ছে কি না বা ইনডেক্স হচ্ছে কি না জানায় জন্য।
আমাদের কোন পেজ যদি ইনডেক্স না হয় বা কোন সমস্যার সমাধান খুঁজে বের করতে সার্চ কনসোল সাহায্য করে। এই জন্য আমাদের সার্চ কনসোল প্রয়োজন হয়। যেকনো ইনডেক্সিন সমস্যা সম্পর্কে এলার্ট পেতে সয়হাতা করে গুগল সার্চ কনসোল। আমাদের ওয়েবসাইটের Total clicks, Total impressions, Average ctr, Average position এগুলো দেখতে পারব।
টোটাল ক্লিক: আমাদের ওয়েবসাইটে কে কতজন ক্লিক করছে টোটাল সেগুলোই দেখতে পারব।
টোটাল ইম্প্রেশন: আমাদের ওয়েবসাইটটা কতজন দেখতে পেয়েছে সেটাই দেখতে পারবো
এভারেজ সিটিআর: আমাদের ওয়েবসাইট কে কতজন দেখতে পেল বা সেখান থেকে কতজন বাক্তি ক্লিক করলো সেটাকে পারসেন আকারে দেখা যায়।
অ্যাভারেজ পজিশন: আমাদের ওয়েবসাইটের পোস্ট গুলো কত নম্বর পজেশনে বা কত নাম্বার লাইনে র্যাংকে থাকে এটাকে অ্যাভারেজ পজেশন বলা হয়।
google অ্যানলেটিক্স ও এর কি কাজ কি
google অ্যানাটিক্স হচ্ছে বিচার বিশ্লেষণ করা। মানে আমাদের ওয়েবসাইটে কত জন ভিজিটর আজকে আমাদের পোস্ট পড়ছে বা কত ভিউ আসছে সেগুলো বিচার বিশ্লেষণ করা। আমাদের ওয়েবসাইটে এখন কতজন ব্যক্তি আমাদের পোস্ট পড়ছে ওয়েবসাইটে ক্লিক করে রয়েছে সেই সব সম্পর্কে বিশ্লেষণ করতে পারবো গুগল অ্যানালেটিক্স থেকে ।
২০০৫ সালে নভেম্বর মাসে google এ পরিষেবাটি চালু করে। সকল ইন্টারনেট ডাটা ট্র্যাক করার জন্য। যা পুরোপুরি গুগল নিজের আওতায় নিয়ে নাই। বিশ্বের মধ্যে সকল মার্কেটিং প্ল্যাটফর্মের ভিতর গুগল অ্যানালেটিক্স ব্র্যান্ড হিসেবে পরিচিত। গুগল অ্যানালেটিক্সে গুগল সকল ওয়েবসাইট ট্যাগ করে রিপোর্ট করে থাকে। এটি একটি সফটওয়্যার যা বিনামূল্যে ব্যাবহার করা যেয়ে থাকে।
গুগল সার্চ কনসোল কি এবং এর কাজ কি যেমন ক্লিক ইম্প্রেশন অ্যাভারেজ সিটি আর, পজেবশন এগুলো ট্রাক করা বা দেখা ঠিক তেমনই গুগল অ্যানালেটিক্সের কাজ হচ্ছে সকল বিষয়ে উপর নিজের ওয়েবসাইটটা পরিদর্শন করা বা ট্যাগ করা। মানে কোন দেশ থেকে আপনার ওয়েবসাইটে ভিজিটর ভিউ বেশি আসছে, কে কতক্ষণ পোস্ট পড়ছে ক্লিক করে, কোন পোস্টে বেশি ভিউ আসছে, প্রতিদিন ভিজিটর কমছে না বাড়ছে এ সকল বিষয় বিশ্লেষণ করা।
গুগল এডসেন্স থেকে লক্ষাধিক টাকা আয় করার উপায় ২০২৪
গুগল এডসেন্সর মাধ্যমে আপনি মাসে লক্ষাধিক টাকার ও বেশি আয় করতে পারবেন। শুধুমাত্র ঘরে বসে। শুয়ে বা বসে থেকে ঘরে কে না ইনকাম করতে চাই না বলুন। বিশ্বের সকল প্লাটফর্মের মধ্যে অন্যতম হচ্ছে গুগল এডসেন্স যা গুগল দাঁড়ায় পরিচালিত। গুগল নিজেই এটি পরিচালিত করে থাকে। গুগল এডসেন্স মূলত একটি বিজ্ঞাপন বা অ্যাড। যা গুগল পোস্ট বা ভিডিও থেকে শুরু করে সকল কিছুতে বিজ্ঞাপন দেখিয়ে থাকে।
আপনি ঘরে বসে থেকেই হাতে থাকা স্মার্টফোন বা ডেক্সটপ দিয়ে এ কাজটি করতে পারবেন। এর জন্য আপনার ব্লাগার আকাউন্ট অথবা যেকোনো সোশ্যাল মিডিয়াতে একটি একাউন্ট থাকতে হবে। যেটি দাড়াও গুগল এড দেখিয়ে থাকবে। গুগল এডসেন্স থেকে আয় করার জন্য আপনাকে গুগল অ্যাপলুভ্যাল পেতে হবে। যেটা থেকে আপনি ইনকাম করার পারমেশন পাবেন।
আমরা উপরে পড়ে এসেছি গুগল সার্চ কনসোল কি এবং এর কাজ কি গুগল অ্যানালেটিক্সের কাজ কি তাই আশা করছি গুগল সম্পর্কে একটি ভালো ধারণা পেয়ে গেছেন। আমরা বর্তমান সময়ে অনলাইনে অনেক কেনা কাটা করে থাকি বা প্রোডাক্ট তো সেল করে থাকি ব্যবসার জন্য। সেই প্রোডাক্ট গুলো বিভিন্ন বিজ্ঞাপনের মাধ্যমে দেখিয়ে থাকে। গুগল বিজ্ঞাপন দেখানোর মাধ্যমে নিজে কিছুটা উপার্জন করে রেখে দায় ও কিছুটা কাস্টমারদের দিয়ে দেয়।
কিভাবে ঘরে বসে গুগল এডসেন্স একাউন্ট খুলবেন সেই সম্পর্কে বিস্তারিত
গুগল এমন একটি প্ল্যাটফর্ম যেখানে লাক্ষাধীকের ও বেশি মানুষ কাজ করে থাকে বিভিন্ন ভাবে বা বিভিন্ন উপায়ে। গুগল এডসেন্স থেকে ইনকাম করতে চাইলে আপনাকে আগে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। বিশেষ করে একজন ব্লগারের। ভিজিটর কম হলেও অনেক টাকায় ইনকাম করা যেয়ে থাকে। আপনার ওয়েবসাইটে যদি ৩০ টা পোস্ট ও থেকে থাকে এবং দিনে ডেলি ১০০ থেকে ২০০ টা ভিজিটর আসে তাহলে আপনি ও google এডসেন্সের account খুলতে পারবেন।
আরও পড়ুন : ঝাল মুড়ির মসলা কিভাবে বানায় সবাই
একটা ব্লগার ওয়েবসাইট তৈরি করার পর আপনাকে গুগল সার্চ কনসোল কি এবং এর কাজ কি গুগল আনালিটিক্স কি এসব কিছু জানেন তাহলে আপনি প্রতি দিনই দেখতে পারবেন যে আপনার ওয়েবসাইটে ক্লিক কতটা করে আসছে। যেটা দেখে আপনি নিশ্চিত হয়ে গুগল এডসেন্সের একাউন্ট খুলতে পারবেন। তবে চলুন জেনে নেওয়া যাক গুগল এডসেন্স এর একাউন্ট কিভাবে খুলতে হয়।
আপনার যদি google account না থেকে থাকে তাহলে অ্যাকাউন্ট তৈরি করে নিন আগে। প্রথমে আপনাকে গুগল এডসেন্সের অফিসিয়াল ক্রোম ব্রাউজার এ যেতে হবে। এরপর গেট স্টারে ক্লিক করতে হবে এটি ডান দিকে উপরে কোনার দিকে লেখা থাকে। আপনার আগে থেকে থাকা গুগল একাউন্টের সাহায্যে গুগল এডসেন্স লগই করে নিন। এরপর আপনার ওয়েবসাইটের লিংক চাইলে তার পর আপনার ওয়েবসাইটের লিংক টা দিয়ে দিন।
আপনি ওয়েবসাইটে কোন পোস্ট থেকে বিজ্ঞাপন দেখানো শুরু করতে চান সে লিংকটা কপি করে পেস্ট করে দিন। আপনার যদি কোন ওয়েবসাইট না থেকে থাকে তাহলে আপনি কোন ওয়েবসাইট নেই সেটি নির্বাচন করুন। এরপর আপনি কোন দেশে বসবাস করছেন সেই দেশটা সিলেক্ট করুন। এরপর continue ক্লিক সাবমিট করুন ব্যস আপনার গুগল এডসেন্সে অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেলো।
এখানে আপনি যে কোন সোশ্যাল মিডিয়ার অথবা ই-টু ফেসবুক যুক্ত করে সেগুলোতেও বিজ্ঞাপন দেখাতে পারবেন। যদি ও এটি সম্পূর্ণ গুগল নির্বাচন করে থাকে কোন পোস্টে কোন এড দিবে কয়টা দিবে এই সব কিছু গুগলের আন্ডারে থাকে।
গুগল এডসেন্স থেকে পেমেন্ট পাবেন কিভাবে
যারা নতুন ব্লগিং শুরু করেছেন। গুগল সার্চ কনসোল কি এবং এর কাজ কি কি, গুগল আনালেটিক্স কি যেমন এগুলো জানার পর সহজ মনে হয়েছে আপনাদের কাছে ঠিক তেমনি জানবেন যখন গুগল এডসেন্স থেকে পেমেন্ট পাওয়া যায় খুব সহজেই। তখন এ বিষয় টি ও অনেক সহজে মনে হবে আপনাদের কাছে। অনেকের মনেই প্রশ্ন থাকে যে পেমেন্ট পাবো কিভাবে গুগল এডসেন্স থেকে।
আবার অনেকেই ভাবে যে গুগল এডসেন্স থেকে টাকা তুলে আনা হয়তো অনেক কঠিন কাজ। কিন্তু গুগল এডসেন্স থেকে টাকা তুলে নিয়ে আসা সহজ কাজ। আপনি একবার তুলে নিয়ে আসলে আপনার কাছে অনেক সহজ মনে হবে। অনলাইন থেকে টাকা তোলা অনেক ঝামেলা হয় কিন্তু গুগল এডসেন্স থেকে তুলতে কোন ঝামেলা হয় না। কারণ এটি যেকোনো ব্যাংকের মাধ্যমে অথবা মোবাইলের রকেটের মাধ্যমে ও টাকা আনা যায়।
মূলত গুগল এডসেন্সে ১০০ ডলার হলেই পেমেন্ট দিয়ে থাকে গুগল। ১০০ ডলার পূর্ণ হলে একাউন্টে সেন্ড করে দিয়ে থাকে। তবে প্রথমে আপনাকে টাকা তোলার সময় একবারই সম্পূর্ণ ডিটেল বলা লাগে। তারপর আর কিছুই বলতে বা করতে হয় না প্রতিমাসে অটো ভাবে আপনারা একাউন্টে টাকা টা চলে আসে। অনলাইনের যেগুলো মাধ্যমে টাকা বের করা যেয়ে থাকে। যেমন বাংলাদেশের যে কোনো ব্যাংক চেক, ওয়ার ট্রান্রফার, কার্ড ইত্যাদি।
আপনার ওয়েবসাইটের পেমেন্ট মেথর যোগ করার জন্য প্রথমে গুগল এডসেন্স এ ক্লিক করুন এ-র পর হোমের নিচে এডের পর সাইটি লেখাটা তে ক্লিক করুন এ-র পর পেমেন্ট ক্লিক করুন। এ-র পর add new wire details ক্লিক করুন। এ-র পর সেভ বাটনে ক্লিক করুন। এরপর ব্যাংক একাউন্টের ডিটেলস যুক্ত করুন। প্রথম টা পূরণ করতে হবে না দ্বিতীয় নাম্বারে ব্যাংকের নাম টা দিয়ে দিন যেই নামটায় একাউন্ট খোলা রয়েছে।
এরপর ব্যাংকের নামটা যেদিন মানে ডার্চ বাংলা ইসলামী না সেলফি এরকম ভাবে নামটা দিয়ে দিন। সুইফট কোড দিয়ে দিন আপনার ব্যাংকে। এরপর ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিন। ব্যাংক একাউন্ট নাম্বার আবার দিন। এরপর সিলেট করে আপনি কোন মাধ্যমে পেমেন্ট নিতে চান সিলেট করুন। এরপর সেভ করে বের হয়ে যান ব্যাচ তাহলেই আপনার কাজ শেষ।
লেখক এর শেষ মন্তব্য
গুগল এডসেন্স মূলত একটি প্ল্যাটফ্রম। যেখান থেকে মানুষ লক্ষাধিক টাকা ইনকাম করে থাকে। গুগল সার্চ কনসোল কি এবং এর কাজ কি সেই সব সম্পর্কে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি এই পোস্টটি পড়ে গুগল সম্পর্কে একটি ধারণা পেয়েছেন এবং বুঝতে পেরেছেন গুগল সার্চ কনসোল এর কাজ কি গুগল অ্যানালেটিক্সের এর কাজ কি গুগল কি এইসব একটি বেসিক ধারণা পেয়েছেন।
আমার এই পোস্টটি ভালো লাগলে আপনার পরিচিত বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন এবং তাদের ও গুগল সম্পর্কে বিস্তারিত জানাতে পারেন। ধন্যবাদ যারা এই পোস্টটি শেষ পর্যন্ত পড়েছেন।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url