সিলিং ফ্যানের বাতাস জুড়ে না ঘুড়ার কারণ এবং এর সমাধান

এই গরমে নিত্য দিনের আমাদের সঙ্গী ফ্যান অথবা এসি। এই দুটি ছাড়া যেন আমরা এই গরমে অচল। কেউ বা ঘরে এসি ব্যবহার করে আবার কেউ বা ফ্যান কিন্তু অনেক সময় ফানের বাতাস না হওয়ার কারণে মন মেজাজ খারাপ হয়ে যায় অনেকেরি। 
সিলিং ফ্যানের বাতাস জুড়ে না ঘুরার কারণ কি এবং এর সমাধান কি আমরা হয়তো জানি কিন্তু যখন আমাদের প্রয়োজন হয় থাকে তখন হয়তো মনে হয় না। আর এটাই স্বাভাবিক বিপদের ক্ষেত্রে মনে হয় না কোন কিছু। যার কারণে এ পোস্ট টি লেখা। যাতে করে আপনি এই পোস্টটি পড়লে মনে করতে পারবেন সবকিছু এবং জানতে পারবেন আরো অজানা কিচ্ছু কথা। 
.

সিলিং ফ্যানের বাতাস কি কারনে কম লাগে 

আমরা অনেকেই আছি বাহিরে গরম থেকে এসে ঘরে ফ্যান দিয়ে বসে পড়ি। কিন্তু অনেকের ঘরেই কুম বেশি দেখা যায় যে ঘরের ফ্যানের কোন বাতাস হয় না। যার কারনে গা ঠান্ডা হতেই চায় না। এতে যেন মনে হয় ফ্যান দেওয়ার থেকে না দেওয়াই ভালো। অযাথা কারেন্ট পড়িয়ে লাভ কি। কিন্তু আপনারা হয়তো জানেন না ফানের বাতাস কিসের জন্য কম হয়ে থাকে। 

ফ্যানের বাতাস কম হওয়ার কারণ কি। যদি এই বিষয়গুলো না জানেন তাহলে সিলিং ফ্যানের বাতাস জুড়ে না ঘুড়ার কারণ কি এবং এর সমাধান সম্পর্কে বিস্তারিত জানতে হবে তাহলে আপনি অনার্সেই আপনার ঘরে ফ্যানের বাতাসে গা ঠান্ডা করতে পারবেন। মূলত ফ্যানের একটি সুইচ দ্বারা ঘোড়ার দিক নির্দেশন করে থাকে। 

আরও পড়ুন : বাংলাদেশের ১০ টি পাখির ছবি ও নামের তালিকা

তবে সেই সুইচ যদি আপনি সঠিক নিয়মে না লাগান তাহলে এতেও ফ্যানের বাতাস কম হতে পারে। অর্থাৎ সুইচ যদি উল্টা করে লাগান তাহলে ফানের বাতাস ও উপর দিকে ঘুরতে শুরু করবে। এতে নিশ্চয়ই বুঝে গেছেন সুইচ অবশ্যই আপনাকে সঠিক নিয়মে লাগাতে হবে। সিলিং ফ্যানের ব্লেডের ভেতর জায়গা কুম হলে ও বায়ু প্রবাহ কম হতে পারে যার কারণে বাতাস ও কুম হওয়ার আশঙ্কা থাকে।

সিলিং ফ্যানের বাতাস কুম হওয়ার কারণ কি

নতুন ফ্যানের অনেক বাতাস হয়ে থাকে। কিন্তু আস্তে আস্তে ফ্যান পুরাতন হয়ে গেলে দেখা যায় যে ধীরে ধীরে ফ্যানের বাতাস কমে যায় কিন্তু কি কারনে কমে যায় আপনারা কি সেটি জানেন? হয়তো অনেকেই জানেন আবার অনেকেই জানেন না? যদি না জেনে থাকেন তাহলে পোস্টটি শেষ পযন্ত পড়তে হবে এবং জানতে হবে সিলিং ফ্যানের বাতাস জু্ড়ে না ঘুরার কারণ এবং এর সমাধান কি। 

ফ্যানের গতি কমে গেলে সাধারণত অনেক কারনে হয়ে থাকে যেমন এর মধ্যে প্রধানতম কারণ হচ্ছে ফ্যানের ক্যাপাসিটের কারণে। ফ্যানের ক্যাপাসিটর ফ্যান জোড়ে ঘোড়ার সাথে সংযুক্ত থাকে। সিলিং ফ্যানের বাতাস কুম হওয়ার কারণ বিশেষত এটি হয়ে থাকে। 

তবে ফ্যানের পাকার নাট বল্টু গুলো যদি ভালো ভাবে না লাগান তাহলে এক্ষেত্রে ও বাতাসের গতি কুম হতে পারে। এছাড়া ও যদি নতুন ফান এনেই পাখা গুলো ভুল করে উল্টা দিকে লাগান তাহলে এক্ষেত্রে ও ফ্যানের বাতাস কুম হয়ে থাকে। খানকিনে আনার পর আস্তে আস্তে এক থেকে দেড় বছর গেলেই ফ্যানের বাতাসের গতি যেন কমতে শুরু করে। 

অনেকের ক্ষেত্রে দেখা যায় যে নতুন ফ্যান কিনে নিয়ে আসার পরও বাতাস হয় না। সেক্ষেত্রে আপনি যা করতে পারেন? প্রথমে আপনি ইলেকট্রনিক জিনিস যেখানে পাওয়া যায় সেখান থেকে ভালো মানের একটা ফ্যানের ক্যাপাসিটর নিয়ে আসবেন। এরপর সেই ক্যাপাসিটর লাগিয়ে দেখতে পারেন আপনার ফ্যানের বাতাসের গতি কেমন হচ্ছে। 

এতে ও যদি না হয়ে থাকে তাহলে আপনি এটি দেখেন যে আপনার ফ্যানের পাখা গুলো উল্টা দিকে লাগিয়েছেন কিনা। আবার সুইচ সঠিক নিয়মের লাগিয়েছেন কিনা এগুলোতে ও যদি না হয় তাহলে আপনাকে বুঝতে হবে যে ফ্যানের পাখা গুলোতে যে নাট বল্টুলো লাগিয়েছেন এগুলো ভালো ভাবে লাগানো হয়নি 

সেগুলো ভালো ভাবে লাগিয়ে দেখতে পারেন এতে করে আশা করছি ফ্যানের বাতাসের গতি বেড়ে যাবে অনেক। অনেক ফ্যানের ক্ষেত্রে দেখা যায় কম দামে দিয়ে থাকে যার কারণে খানের বাতাসের গতি হয় না। 

সিলিং ফ্যানের বাতাস জুড়ে না ঘুড়ার কারণ কি এবং এর সমাধান 

সিলিং ফ্যান বলতে আমাদের ঘরে যে ফ্যান গুলো ঘুরে মূলত আমরা সেটাকে বুঝে থাকি। ফ্যান আবার অনেক রকমেরই হয়ে থাকে যেমন টেবিল ফ্যান, সিলিং ফ্যান, খাচির ফ্যান ইত্যাদি। ফ্যান আমাদের এই গরমে নিত্য দিনের সঙ্গী। এই গরমে ফ্যান প্রতি টি মানুষেরই আপন জনের মত হয়ে থাকে। অনেকেরই ঘরে দেখা যায় ফ্যানের স্পিড খুব কিন্তু বাতাস লাগে না এর কারণই বা কি? 

এতে করে আপনি যা করতে পারেন ফ্যানের পাখা গুলো খুলে তারপর একটি একটি করে ফ্যানের পাখা ধরে একটু ডান দিকে পাখার কোনার একটু ভাজ করে দেওয়া। এতে করে বাতাস লাগবে নিচ দিকে।  তীব্র এই গরমে কমবেশি মানুষি অসুস্থ হয়ে পড়ে। 

বাড়িতে বা অফিসে এসি না থাকলে ও এই গরমে একমাত্র ভরসা হয় সিলিং ফ্যান। আর এই ফ্যান ও যদি না ঘুরে তাহলে গরমে ঘাম বসে যেয়ে অসুস্থ হওয়া টাই স্বাভাবিক। তাই সিলিং ফ্যানের বাতাস জুড়ে না ঘুড়ার কারণ এবং এর সমাধান সম্পর্কে বিস্তারিত জেনে গিয়ে থাকলে আমার দেখানো নিয়ম অনুযায়ী করে দেখতে পারেন। 

আমরা এই গরমে একটা না ২৪ ঘন্টায় প্রায় ফ্যান চালিয়ে থাকি। কিন্তু সেই ফ্যান চালালে দেখা যায় ধীরে ধীরে ফ্যানের গতি কমে যে থাকে। যেন ফ্যানের বাতাসেই গরম হয়ে যায় পুরো ঘরটা। ফ্যানের বাতাস জোরে লাগার জন্য যা করতে হবে আমাদের। 

যদি পাখা গুলোতে ময়লা পড়ে থাকে তাহলে ফ্যানের পাখাগুলো ভালো ভাবে মুছিয়ে ফেলুন। এবং তারপর লাগিয়ে দেখতে পারেন। ফ্যানের নাট বল্টু বা ফ্যানে ভেতরে থাকার জিনিস পুড়নো হয়ে গেলে ফ্যানের গতি কমে যায় থাকে। খোলামেলা জায়গায় ফান লাগালে ও ফ্যানের গতি কমেছে থাকে। 

ভালো মানের ফ্যানের ক্যাপাসিটর এর দাম কত 

আমরা জানি ফ্যানের মধ্যে ক্যাপাসিটরি মেন। কারণ ক্যাপাসিটর যদি নরমাল হয় তাহলে বাতাস কুম হয়ে থাকে সিলিং ফ্যানে। ক্যাপাসিটর অনেক কাজেই ব্যাবহার করা হয়ে থাকে যেমন মোটরে, চারজার গাড়িতে, বাল্বে, ফ্যানে ইত্যাদি। তবে এক ফ্যানের ক্ষেত্রে এক এক রকম ভাবে ক্যাপাসিটারের দাম হয়ে থাকে। যেমন বাংলাদেশে সর্বশেষ ইউ এফের দাম ৮৫ টাকা পযন্ত। ফ্যানের ক্যাপাসিটর আপনি চাইলে আপনার চেনা জানা দোকান অথবা ফেসবুক পেজ এবং ওয়েবসাইট থেকে ও কিনতে পারেন। 

লেখক এর শেষ মন্তব্য 

প্রিয় বন্ধুরা এই গরমে যারা ফান নিয়ে হতাশায় আছেন তাদের জন্য ফ্যান জুড়ে না ঘুরার কারণ কি এ বিষয়টি সম্পর্কে আলোচনা করেছি আশা করছি এই পোস্টটি পড়ে আপনারা ফ্যানের সমস্যা বুঝতে পারবেন। আপনার পরিচিত বন্ধুদের ও শেয়ার করে জানার সুযোগ করে দিন এতে করে তারা ও ফ্যান নিয়ে হতাশাই বা চিন্তায় থাকলে চিন্তা মুক্ত হবে। আশা করছি এ পোস্ট টি পড়ে ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে আমার ওয়েবসাইটে নিত্য নতুন পোস্ট পরতে আসতে পারেন। আপনার যদি কোন মতামত বা প্রশ্ন থেকে থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে মন্তব্য করতে পারে ধন্যবাদ এই পোস্ট টি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পরার জন্য। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url