২০২৪ সালে কাঁচা বাজারের দাম

প্রিয় বন্ধুরা, আপনারা যারা কাঁচা বাজারের দর দাম নিয়ে চিন্তিত মূলত তাদের জন্যই এ পোস্টটি লেখা। আজকে আমি এই পোস্টে উল্লেখ্য করতে যাচ্ছি সকল শাক সবজি থেকে শুরু করে সব কিছুর মূল্য তালিকা। 

যেখানে ২০২৪ সালে কাঁচা বাজারের দাম উল্লেখ্য করা থাকবে। তো যারা চিন্তিত কাঁচা বাজারের সঠিক মূল্য তালিকা নিয়ে তারা এই পোস্টটির শেষ পর্যন্ত পড়তে থাকুন। 

শিরোনাম: ২০২৪ সালে কাঁচা বাজারের দাম ও সকল সবজির তালিকা

  • চালের দাম ২০২৪ সালে কত বেড়েছে 
  • ২০২৪ সালে পোলাও চালের দাম কত 
  • ২০২৪ সালের প্রয়োজনীয় দ্রব্যের মূল্য তালিকা কত
  • ২০২৪ সালে কাঁচা বাজারের দাম
  • বাংলাদেশে প্রতি দিনের বাজার দর কত 
  • ২০২৪ সালে মাছের মূল্য তালিকা কত 
  • মুদি দোকানের বাজার দর কত ২০২৪ সালে 
  • ২০২৪ সালে মসলার মূল্য তালিকা কত 

চালের দাম ২০২৪ সালে কত বেড়েছে 

২০২০ সাল থেকে এখনো ২০২৪ সাল পর্যন্ত চালের দাম পর্যাপ্ত বেড়েই চলেছে। এই চালের দাম পর্যাপ্ত বাড়ার কারণ কি জানতে চাইলে কৃষকেরা জানান সকল জিনিসের দাম বেশি হওয়ার কারণে সেরকম ধান বা চালে লাভ হয় না অবাদ ফসল করে। কারণ চালের পাশা পাশি জৈব্য সার, পোকা মাকড় মারার কীটনাশক ওষুধ সকল দ্রবের মূল্য বেড়েই চলেছে। এতে কৃষকেরা ও তেমন লাভ করতে পারে না কারণ এখন প্রতিটি ফসলে পোকামাকড়ের ও সংখ্যা বেড়েই চলেছে। 

দেখা যাচ্ছে যে ধান বের হওয়া মাত্রই বিভিন্ন পোকা ধানে লেগে নষ্ট করছে। এর জন্য কৃষকেরা যদি পোকা মারার ওষুধ নিতে যায় তাদের বেশি মূল্য দিয়ে কিনে নিয়ে আসতে হচ্ছে। তবে দিন দিন যেভাবে চালের দাম বেড়েছে বলা যেতে পারে এরকম বাড়তেই থাকবে কুমার কোনো আশা বা আশঙ্কা নেই। ২০২০ সালে কালোজিরা চালের দাম ছিল১২৫ থেকে ১৩০ টাকা কেজি এবং এখন এই ২০২৪ সালে এর দর দাঁড়িয়েছে ১৭০ থেকে ১৮০ টাকা কেজি। 

মোটা চালের দাম ২০২০ ছিল ২৫ টাকা কেজি এখন ২০২৪ সালে এর দাম ৩৫ টাকা কেজি। আরো বাড়িয়েছে ২০২৪ সালের কাঁচা বাজারে দাম। বলা যেতে পারে আগে যেখানে যেকোনো দ্রব্যের মূল্য ছিল ১০হ টাকা এখন ২০ টাকা। 

২০২৪ সালে পোলাও চালের দাম কত

পোলাও আমরা কম বেশি সবাই খেতে পছন্দ করে থাকি। পোলাও বিয়ে বাড়ির অনুষ্ঠান থেকে শুরু করে যেকনো অনুষ্ঠান বা আত্মীয়দের আপ্রায়ণে রান্না করা হয়ে থাকে। বিশেষ করে ঈদের দিন। ঈদের দিন প্রতি টি ঘরে ঘরে পোলাও রান্না করা হয়ে থাকে প্রায়। হতে পারে কারো ঘরে কম বা কারো ঘরে বেশি। তবে দিন দিন যা দ্রব্যের মূল্যের দাম বাড়িয়ে চলেছে এতে করে অনেকেই বিভ্রান্ত হয়ে পড়ছে বা বিরক্ত হচ্ছে। ২০২৪ সালে পোলাও চালের দাম ১৬০ থেকে ১৮০ টাকা কেজি। 

তবে পোলাও রান্না করার জন্য অনেক রকমের চাল ব্যবহার করা হয়ে থাকে। যেমন বাসমতি চাল, চিনি আতপ চাল, মিনিকেট চাল ইত্যাদি। তবে এগুলোর মধ্যে চিনি গুড়া চালেরি স্বাদ বেশি। এটি স্বাদের এবং গন্ধে অতুলনীয়। এটি এক বাসায় রান্না করলে আরেক বাসায় এর গন্ধ পাওয়া যায়। এই চিনিগুড়া চাল বা চিনি আতব চাল বিশ্বের সবার কাছেই জনপ্রিয় হয়ে উঠেছেন। এই চালের আবার দুই ভাবে বিভক্ত করা হয় হয়েছে। 

আরও পড়ুন : নিয়মিত সবরি কলা খাওয়ার ৫ টি উপকারিতা 


যেমন ইন্ডিয়া থেকে আসে এবং একটি বাংলাদেশ কৃষকেরা মাঠে চাষ করে বিক্রি করে থাকে। তবে দেশি চিনি আতব চাল বেশি স্বাধ হয়ে থাকে। চাল থেকে শুরু করে ২০২৪ সালে কাঁচা বাজারের দাম যেভাবে বেড়েই চলেছে এতে করে মনে হয় বাজার করে খাওয়া বা না খাওয়া সমান। এখন কথা হচ্ছে পেটের খিদা মেটানোর জন্য আমাদের এই মূল্য তালিকায় মেনে নিয়ে কিনতে হয়। কারণ বাজার না করলে আমরা খাবোই বা কি।

২০২৪ সালে প্রয়োজনীয় দ্রব্যের মূল্য তালিকা কত 

২০২৪ সালে খাদ্য বস্ত্র থেকে শুরু করে যেকোনো দ্রব্যের মূল্য বাড়ার কারণে আমারা আর আগের মতো অতটা টাকা ঘরে জমাই রাখতে পারি না। কারণ একদিকে নিয়ে আসতে আরেক দিকে শেষ হয়ে যায়। আমি উপরে উল্লেখ্য করে এসেছি আগে যেখানে চালের দাম ছিল ধরেন ৩০ টাকা এখন সেখানে চালের দাম ৪০ টাকা অতএব আগের তুলনায় এখন সব কিছুতে কেজি প্রতি ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে। 

তবে এই দাম বাড়ার কারণে অনেকে শান্তি ভাবে বাজার করে না। বাজারের পাশা পাশি বাড়তি কিছু কিনতে পারে না। কারণ এই বেশি মূল্য দিয়ে বাজার করলেই টাকা শেষ হয়ে যায়।আটার মূল্য আগে ছিল ৩২ টাকা কেজি এখন সেখানে ৪২ টাকা কেজি। ডিম আগে যেখানে ছিল ৩২ টাকা হালি এখন সেখানে ৫২ হালি দরে কিনতে হয়। 

তবে দাম বাড়তে বা কমতে পারে যে দ্রব্যের গুলোর চাল, চকলেট, চিনি, গুর, তেল, মোটরসাইকেল, যেকোনো রোগের চিকিৎসা, ইলেকট্রনিক জিনিস, কার্পেট, ডিম, রাবার, আম, কাঁঠাল কাচা বাজারে যেমন শাক, সবজি, মাছ সাদা মুরগির,ইত্যাদি। 

২০২৪ সালে কাঁচা বাজারের দাম

নতুন এই বছরের দিন দিন সব জিনিসের দাম বেড়েই চলেছে যেমন ফলমূল, শাক সবজি, চাল, ডাল, পেয়াজ, আলু, মরিচ, রসুন, আদা, জিড়া, গরম মসলা ইত্যাদি সহ অনেক কিছু। তবে আজকে আমি সকল বাজারের মূল্য তালিকা তুলে ধরব আপনাদের মাঝে যাতে করে আপনি বুঝতে পারেন ২০২৪ সালের সকল পণ্যের বাজার দরের মূল্য তালিকা কত এবং নিশ্চিত হয়ে বাজারে যেতে পারেন।

সবজির নাম মূল্য তালিকা
দেশি আলু ৭৫
হলিন আলু ৪০
বড় বেগুন ৫০
পটল ২০
কাচা মরিচ ২০০
পেয়াজ ১১০
রসুন ২০০
আদা ২৪০
কচুর বই ৮০
মুলা ৪০
শসা ৮০
বুট ১২৫
চটপটির মটর ৮০
সরিষার তেল ১৮০

বাংলাদেশের প্রতিদিনের বাজার দর কত 

বাংলাদেশের যেভাবে দ্রব্য পূর্ণের দাম বেড়েছে এতে ভাত খেয়ে বেচে থাকা কষ্ট হয়ে যাচ্ছে এরপর আবার বাজারের ও দাম বেড়েই চলেছে প্রতিনিয়ত। তবে বাজারের আপডেট বা দরদাম প্রতি দিন এক এক রকম হয় সেক্ষেত্রে শাক সবজি থেকে শুরু মাছে ও দাম এক এক রকম হয়। যেমন আজকে ২০২৪ সালে মূল্য তালিকায় ছিল ইন্ডিয়ান পেঁয়াজ ৮০ থেকে ৯০ টাকা কেজি এবং ভালো পেঁয়াজ দাম ছিল ১২০ থেকে ১৩০ টাকা কেজি পর্যন্ত। 

অন্যদিকে হলিন আলু ছিল ভালো টা ৪০ টাকা কেজি এবং দেশি আলু ছোট গুলোর দাম ছিল ৭৫ টাকা কেজি আবার কোন মাছ ছিল ২০০ টাকা কেজি আবার কোন টা ৩৫০ টাকা কেজি। আজকে বাজারে কাঁচা মরিচের দাম ছিল ৪০০ টাকা কেজি পর্যন্ত আবার অন্যদিন কাঁচা মরিচের দাম ১০০ থেকে ১৫০ টাকা কেজি পযন্ত যেয়ে থাকে। এজন্যে প্রতি দিনের বাজার দর এক এক রকম হয়ে থাকে। তবে বেশির ভাগ ক্ষেত্রে বাজারে সকল দ্রবের দাম কুমের থেকে বেশি যেয়ে থাকে। 

সেক্ষেত্রে আপনি যখন বাজারে যাবেন তখন কখনোই আশা করে যাবেন না যে আজকে কাঁচা বাজারে দাম কম হবে। হয় তো বা কালকে কুম দিয়ে নিয়েছেন বলেই যে আজকে ও কম দাম দিয়ে পাবেন তা নয় বরং আরো দেখা যাবে কালকের বাজারের দামের দরের থেকে আজকে আর ও দ্বিগুণ দাম দিয়ে কিনতে হচ্ছে। 

২০২৪ সালে মাছের মূল্য তালিকা কত 

২০২৪ সালের কাঁচা বাজারের দাম সম্পর্কে আমি উপরে ও বলে এসেছি। মূলত আমার এই কথাটা বলার কারণ হচ্ছে। আমি আগেই বলেছি কাঁচা বাজারের দাম এক এক দিন এক এক রকম হয়ে থাকে নিশ্চিত ভাবে বলা যেতে পারে না যে আজকে কাঁচা বাজার দাম এই টা বা পেঁয়াজ ৮০ টাকা কেজি কালকে ৮০ টাকা কেজি যাবে। ঠিক তেমনই মাছের ও দাম এক- একদিন এক এক রকম হয়ে থাকে। 


তবে মাছের দামের ক্ষেত্রে আবার কখনো কুমে আবার কখনো বাড়ে। তাই এটিও নিশ্চিতভাবে কখনোই বলা যেতে পারে না যে মাছের দাম এত। যেমন আজকে বাজারে মাছের দাম ছিল পাঙ্গাস ১৮০ টাকা কেজি, সিলবর ২৫০ টাকা কেজি, চাঁদা ২০০ টাকা কেজি, পুটি ১১০ টাকা কেজি, বাটা ১২০ টাকা কেজি, ছোট তেলাপিয়ার বাচ্চা ১০০ টাকা কেজি, টেংরা ২৮০ টাকা কেজি ইত্যাদি। তবে মাছের দাম প্রতি নিয়ত ১০ থেকে ২০ টাকা কেজি কুম অথবা বেশি হয়ে থাকে।  

মুদির দোকানে বাজার দর কত ২০২৪ সালে 

মুদির দোকানে আমরা নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রয় করে থাকি। আমরা বাড়ির আশেপাশে বা বাজারে যে সকল দোকানে চাল, ডাল, তেল থেকে শুরু করে সকল পূর্ণই কম বেশি পাওয়া যায় যে দোকানে মূলত আমরা তাদেরকেই মুদির দোকান ধরে নেই। মোদির দোকানে আমরা ক্ষেত্রে যেগুলো নিয়ে থাকি। চাল, ডাল, লবণ, শুকনো মরিচ, তেল, ডিম, হলুদ, খাওয়ার জিনিস, মাথার তেল, শ্যাম্পু, সাবান, মসলা ইত্যাদি। আজকে আমি আপনাকে জানাবো। মুদির দোকানে বাজার দর 
লাইক বয় বড় সাবান ৫৫ টাকা
  • খোলা লবণ ৩০ টাকা কেজি
  • খোলা তেল সয়াবিন ১৭০ টাকা কেজি
  • পাম ১৫০ টাকা কেজি
  • ডিম ৫৫ টাকা হালি
  • পাপড় ১০০ টাকা কেজি
  • ময়দার আটা ৪২ টাকা কেজি
  • ডাব শ্যামপু ৪ টাকা পিচ
  • কন্ডিশনার ৪ টাকা পিচ

২০২৪ সালে মসলার মূল্য তালিকা কত 

মসলা আমরা রান্নার কাজে ব্যবহার করে থাকি। মসলা রান্নায় দিলে এর স্বাদ এবং গন্ধে অতুলনীয় হয়ে থাকে। তবে এক এক মসলা খেতে এক এক রকম স্বাদ হয়ে থাকে যেমন আপনি যদি আদা, রসুন, পেঁয়াজ, সাদা এলার্চ,  কালো ফল দিয়ে মসলা বানিয়ে রান্না করেন এক রকম স্বাদ লাগবে আবার যদি রসুন, আদা, জিরা দিয়া বানান তাহলে আরেক রকম স্বাদ লাগবে। 


তবে মসলা অনেক রকম হয়ে থাকে যেমন আদা, রসুন, সাদা এলার্চ, কালো ফল, জয় ফল, জয়ন্তি, তারা, মৌরি, জিরা, ধনিয়া, সরিষা, তেজপাত, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ ইত্যাদি। এগুলোর মধ্যে আপনাদের ২০২৪ সালে কাঁচা বাজারের দাম কিছু মসলার মূল্য তালিকা উল্লেখ্য করবো। যেগুলো এ বছরেরই দাম।

মসলার নাম মূল্য তালিকা
জিরা ৮০০ টাকা কেজি
কালো ফল ১৮০০
এলাচ ৪০০০ হাজার টাকা কেজি
জয় ফল ১০ টাকা পিচ
ধনিয়া ২২০ টাকা কাজি
গোল মরিচ ১০১০ টাকা কেজি
দার চিনি ৬০০
আমলকী ১০১০
 

শেষ মন্তব্য 

২০২৪ সালে কাঁচা বাজারের দাম বেড়েই চলেছে। এজন্যে আমি সঠিক বাজারের মূল্য তালিকা আপনাদের মাঝে তুলে ধরেছি। যেটি দেখে আপনি মসলা থেকে শুরু করে মাছ এবং প্রতিনিয়ত শাক সবজি বাজার সম্পর্কে ধারণা পেতে পারেন। আশা করছি আমার এই পোস্টটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে আপনার পরিচিত বন্ধুদের সাথে ও শেয়ার করতে পারেন কারণ তাদের ও বাজারের তালিকা জানা থাকলে স্বচ্ছল ভাবে বাজার করতে পারবে। 

আপনি চাইলে আমার ওয়েবসাইট ভিজিট করে রাখতে পারেন কারণ স্বপ্ন ছোঁয়া ওয়েবসাইটের প্রতিনিয়ত নিত্য নতুন পোস্ট ছাড়া হয়। এবং সকল তথ্যের উপর যাচাই-বাছাই করে লেখা হয়ে থাকে। ধন্যবাদ এই পোস্ট টি শেষ পর্যন্ত মনো যোগ সহকারে শেষ পযন্ত পড়ার জন্য। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url