ডোমেইন কি? ডোমেইন এর কাজ কি
প্রিয় বন্ধুরা আপনারা কি জানেন ডোমেন কি? ডোমেন এর কাজ কি কিভাবে এটি ব্যবহার করা হয় কেন ব্যবহার করতে হবে এসব কিছু নিয়ে থাকছে আজকের এই আর্টিকেলে
আপনি যদি ডোমেইন সম্পর্কে বিস্তারিত সবকিছু জানতে চান তাহলে আর্টিকেলটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত পড়তে থাকুন একটা না।
.
ডোমেইন কি
ডোমেইন হচ্ছে একটি নাম যেই নামটি ব্যবহার করে থাকে বিভিন্ন ব্রাউজারে। আর এই ডোমেইনের নামটি সাধারণত কিনে নিতে হয়। ডোমেন সম্পর্কে ভালো করে তারাই চিনবে যারা একটি ব্লগার ওয়েবসাইট তৈরি করেছে। কারণ ব্লগার ওয়েবসাইটে ডোমেইন প্রয়োজন হয় থাকে নাম হিসাবে। ডোমেনের নাম অর্থাৎ দিয়ে কিনে নিতে হয় এবং সেই নামটি আর পরবর্তীতে কেউ ব্যবহার করতে পারে না।
ডোমেন অনলাইন ভিত্তিক একটি রেজিস্ট্রেশন করা নাম হয়ে থাকে যেই নামটি ব্যবহার করার পরেই ওয়েবসাইটে ঢোকা যেতে পারে। ডোমেইন কি সাধারণ ভাষায় বলতে গেলে বলা যেতে পারে যেখানে আপনাকে আপনার ডোমেইনের নামটি ব্যবহার করে খুঁজে বের করতে পারবে আপনার কাস্টমার রা।
আরও পড়ুন : এসইও কি এবং এসইও কিভাবে করবেন
মনে করেন আপনি ফেসবুকের ভিডিও গুলো দেখতে চান তাহলে অবশ্যই যাবেন ফেসবুক ডট কম এ আর যদি আপনি ইউটিউবের ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই যাবেন ইউটিউব ডটকমে আর যদি আপনি নিউজ পড়তে চান তাহলে যেতে হবে প্রথম আলো ডটকম এরকম করে এক একটি ওয়েবসাইটের নাম হয়ে থাকে ডটকম। আমরা মূলত অনলাইনে যত কিছু দেখে থাকি বা ব্রাউজার ব্যবহার করে থাকি সে ব্রাউজার গুলোই ডোমেইন ব্যবহার করা হয় থাকে।
ডোমেইন কোথায় ব্যাবহার করা হয়ে থাকে
আমরা অনলাইনে যত গুলো ব্রাউজারে যেই ভিডিও অথবা যেকোনো কাজই করি না কেন সেখানে ডোমেন ব্যবহার করা হয় থাকে। যেমন youtube, facebook ব্লগার সহ বিভিন্ন ব্রাউজার। এছাড়াও ডোমেইন এক্সপ্লেশন হচ্ছে ডোমেইনের শেষেই যে নামটি থেকে থাকে সেটাকে ডোমেইন এক্সপ্লোশন বলা হয়ে থাকে। যেমন
- .com
- .net
- .fr
- .en
- .us
- .es
- .biz
- .info
- .org
ডোমেইন সম্পর্কে কিছু ধারনা
প্রায় সময় আমরা যখন কোন কিছু জানার জন্য আগ্রহ হয়ে থাকি তখন আমাদের মনে হয় এটি কিভাবে কি করতে হয় কি কি কাজে ব্যবহার করা হয় এই জিনিসটা আসলে কি এরকম প্রশ্নই অনেকের মনে হয় থাকে বারবার। তাই আমি আপনাদের জন্য এই কিওয়ার্ডে বলতে যাচ্ছি ডোমেইন সম্পর্কে কিছু কথা যে গুলো শুনে আপনি ডোমেই সম্পর্কে কিছু পরিমাণ হলেও ধারণা পেয়ে যাবেন ডোমেইন কি।
বাংলাদেশের এখনো অনেকেই রয়েছে যারা ব্যাবসা করতে চায় কিন্তু ডোমেইন হোস্টিং কি এই সম্পর্কে সঠিক ধারণাটাই জানে না। আমরা শুরুতেই জেনে এসেছি ডোমেটি হল ওয়েবসাইটের নাম। আর এই নামটি সাধারণত কিনে নিতে হয় আর এই কিনে নেওয়া নামটি যেকোনো একজনই ব্যবহার করতে পারে এবং এই ডোমেইন নামের জন্য প্রতি বছরে পেমেন্ট করতে হয় একবার করে।
ডোমেইনের সাথে হোস্টিং কিনে নিতে হয় হোস্টিং এজন্যই কিনে নিতে হয় যেখানে আপনার যাবতীয় সকল ফাইলসহ সবকিছুই সেখানে রাখতে পারবেন ডোমেনই এবং হোস্টিং এই দুইটি কিন্তু একটা ওয়েবসাইটের মূল। আপনি যদি উদাহরণস্বরূপ ধরতে চান তাহলে মনে করেন আপনি একটি বাড়ি তৈরি করবেন আর সেখানে আপনার নামে জায়গাটি প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে পরবর্তীতে আপনি সেখানে বাড়ি তৈরি করতে পারবেন
এবং বাড়ির তৈরি হলে বাড়ির ভিতরে যত যাবতীয় আপনার ঘর সাজানোর সব কিছু রাখতে পারবেন। ঠিক তেমনি ডোমেইন হোস্টিং হচ্ছে বাড়ির দলিলের মতো যেখানে আপনার একটি নাম থাকবে রেজিস্ট্রেশন করা আর হেস্টিং হচ্ছে ঘরের মতোই যেখানে সবকিছুই রেখে দিতে পারবেন ঠিক তেমনি ফাইল পত্র সহ যত লেখালেখির কাজ রয়েছে সব কিছুই সেখানে রাখতে পারবেন।
ডোমেইন কয় ভাগে ভাগ করা হয়েছে
ডোমেইন সম্পর্কে এতক্ষণ আমরা উপরের কিওয়ার্ড গুলোতে অনেক কিছুই জেনেছি ডোমেইন কি? ডোমেইনের কাজ কি তাই আশা করছি ডোমেইন সম্পর্কে আপনারা বিস্তারিত উপরের কিওয়ার্ড গুলো পড়ে কেন ডোমেইন সম্পর্কে কুম করে হলেও কিছু ধারনা পেয়েছেন। এজন্য এখন আমরা জানব ডোমেইন কয় ভাগে ভাগ করা হয়েছে এবং সেই নাম গুলো কি। ডোমেইনকে সাধারণত অনেক কয় ভাগে ভাগ করা হয়েছে তার মধ্যে কয়েকটি নাম হল। যেমন:
- Sub- domain
- Top- domain
- Generic- domain
- Sponsored- domain
- Kranti coat top level- domain
- second level- domain
Sub- domain কি
Sub- domain হল মেইন ডোমেইনের আরেকটি শাখা যে শাখা কয়েকটি শব্দ বা কিওয়ার্ড মিলে একটি Sub- domain তৈরি করা হয়ে থাকে। বলতে গেলে আবার এটাও বলা যেতে পারে মেন ডোমেইন আন্ডারে sub- domain হয়ে থাকে।
Top- domain কি
Top- domain সবাই ব্যবহার করতে পারে। Top- domnain হতে সেই ডোমেটি যে ডোমেইনের নামে শেষের দিকে থাকে .com এটাকেই মূলত Top- domain বলা হয়ে থাকে। এই ডোমেটি কিন্তু বেশিরভাগ সবাই ব্যবহার করে থাকে। তাই আপনি যখন ডোমেইন কিনবেন অবশ্যই টপ লেভেল ডোমেইন কেনারি চেষ্টা করবেন বেশি।
Generic- domain
Generic- domain যারা চিনেন না বা জানেন না তারা কিন্তু এই কিওয়ার্ডটি থেকে চিনে নিতে পারেন বা জানতেও পারেন Generic- domain হচ্ছে সেগুলো যেগুলো নামের শেষে .online,. Xyz এরকম থেকে থাকে তাদেরকেই মূলত Generic- domain বলা হয়ে থাকে। এই ডোমেইন গুলো কিন্তু যে কেউই কিনতে পারে। বিশেষ করে যারা ওয়েবসাইট খুলে ব্যাবসার কাজে রুপ দিতে চায় তারাই কিন্তু এই ডোমেইন গুলো বেশি ব্যবহার করে থাকে।
Sponsored- domain
Sponsored- domani হচ্ছে .Govt, .Edu এগুলো তবে এই ডোমেইন গুলো চাইলেই কেউ ব্যবহার করতে পারে না। govt সংস্থা ছাড়া কিন্তু আপনি এই ডোমেইটি ব্যবহার করতে পারবেন না।
Kranti coat top level- domain
country coat top level- domain হচ্ছে .bd, .en, .ca, .uk, .us এই ডোমেইন গুলো ওই দেশের অনুমতি ছাড়া কেউই ব্যবহার করতে পারেনা মনে করেন আপনি যদি বাংলাদেশে থাকেন তাহলে আপনি বাংলাদেশেরই ডোমেন ব্যবহার করতে পারবেন
আর যদি আপনি ইউকে তে থাকেন তাহলে আপনি ইউকে ডোমেইন ব্যবহার করতে পারবেন যদি ইউএসএ থাকেন তাহলে ইউএস এর ডোমেইন ব্যবহার করতে পারবেন এটাকেই Kranti coat top level- domain বলা হয়ে থাকে।
second level- domain
আপনি যদি সেকেন্ডারি লেভেল ডোমেইন এর কথা চিন্তা করেন তাহলে আপনার ওয়েবসাইটে যে নামটি থাকবে মনে করেন আপনার ওয়েবসাইটের নাম Rashid.com তাহলে এখানে সেকেন্ডারি লেভেল ডোমিন হিসেবে ধরা গেলে বলা যেতে পারে I am Rashid.com।
লেখকের শেষ মন্তব্য
ডোমেই কি ডোমেইনের কাজ কি এই সম্পর্কে বিস্তারিত আজকের আজকেরর কিওয়ার্ড টি পড়প আশা করছি আপনারা উপকৃত হয়েছেন আর যদি উপকৃত হয়ে থাকেন তাহলে স্বপ্ন ছোঁয়া ওয়েবসাইটটি ভিজিট করে যাবেন।
আরও পড়ুন : গুগল সার্চ কনসোল কি এবং এর কাজ কি
আপনি যদি নিত্য নতুন পোস্ট পড়তে ভালোবাসেন তাহলে নিয়মিত ওয়েবসাইটে আসতে পারেন কারণ স্বপ্ন ছোয়া ওয়েবসাইটে বিভিন্ন ক্যাটাগরি নিত্য নতুন পোস্ট আপডেট করা হয় সকল ওয়েবসাইটের তথ্য যাচাই-বাছাই করে। আপনি চাইলে আপনার পরিচিত বন্ধুদের কাছে ও ডোমেইন সম্পর্কে জানাতে পারেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ পোস্ট শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ার জন্য।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url