সারা জীবনের জন্য ছারপোকা দূর করার উপায়
প্রিয় বন্ধুরা' আমাদের ঘরে যদি ছারপোকা হয়ে থাকে। বিভিন্ন ঔষধ এবং উপায় গুলো দিয়েও ছারপোকা তাড়াতে পারছেন না ঘর থেকে তাহলে আপনি সঠিক পোস্টটি পড়তে এসেছেন। কারণ এই পোস্টে সারা জীবনের জন্য ছারপোকা দূর করার উপায় সম্পর্কে বলতে যাচ্ছি।
ছারপোকা সাধারণ অনেক বাড়িতেই হয়ে থাকে অনেক কারণে। হওয়ার কারণ কি সারা জীবনের জন্য ছারপোকা কিভাবে তাড়াবেন এছারাও বিছানায় ছারপোকা কি কারণে হয়ে থাকে এই সব কিছু সহ আরো কিছু কথা নিয়ে থাকছে আজকের বিস্তারিত পোস্টে।
.
বিছানায় ছারপোকা কি কারনে হয়ে থাকে
এক জায়গায় অনেকক্ষণ ধরে বসে থাকার কারণে ছারপোকা হয়ে থেকে যেমন চিয়ারের অথবা খাটে, অনেকক্ষণ ভরা শুয়ে থাকা এই কারণগুলো হতে পারে। বিছানায় ছারপোকা কি কারনে হয় থাকে এর প্রধানতম কারণটাই হচ্ছে এগুলো এছাড়াও অনেক ক্ষেত্রে দেখা যে থাকে বিছানায় একটু অপরিষ্কার থাকার জন্য হয়।
আরও পড়ুন : মাথা ব্যাথা কমানোর ১৫ টি উপায়
এছাড়াও আবার অনেকেই মনে করেন বিছানায় হয়তো ময়লা বা অপরিষ্কারের কারণে ছারপোকা হয়ে থাকে কিন্তু ময়লার কারণেই হয়ে থাকে এটি বলতে গেলে ভুল বলা হবে। ছারপোকা কমবেশি যেকোনো বিছানায় হয়ে থাকে। হয়তো আপনি দেখলেন রাতে ঘুমিয়েছেন ভালো কোন পোকা ছিল না সকালে ছারপোকা আপনাকে কামরিয়েছে। ছারপোকা ছোট্ট একটি পোকা হলেও এটি মারাত্মক একটি আকার ধারণ করে থাকে।
প্রথমত ছারপোকা সম্পর্কে ফ্রান্সের মানুষজনই আগে টের পেয়েছিল। তারপর থেকেই আস্তে আস্তে বিভিন্ন দেশ সহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে এই ছারপোকা। সারা জীবনের জন্য ছারপোকা দূর করার উপায় কি এ সম্পর্কে অনেকেই সঠিক তথ্যটি জানেন না।
তাই যারা ছারপোকা সম্পর্কে অনেক ওয়েবসাইটসহ অনেক ব্রাউজারেও খুঁজে পাননি সঠিক তথ্যটি আশা করছি এই পোস্ট শেষ পযন্ত পড়লে ছারপোকা সম্পর্কে অনেক কিছুই জানতে পারবেন এবং আজীবনের মতো ছারপোকা দূর করতে পারবেন। তবে চলুন আগে জেনে নেয়া যাক বিছানায় ছারপোকা কি কারনে হয়ে থাকে।
ছারপোকা কামড়ালে কি হতে পারে
ছারপোকা কামড়ালে কি হতে পারে এই নিয়ে অনেকেই সঠিক তথ্য টি জানেনা। ছারপোকা কামড়ালে শরীরের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে তার মধ্যে কিছু সমস্যা হল শ্বাসকষ্ট, এলার্জি, ইনসমনিয়ার, অ্যানিমিয়া, শুক্রমণ, ব্যাকটেরিয়া, বিভিন্ন ধরনের ইনফেকশন সহ আরো অনেক কিছু। ছারপোকার কামড়ে মাঝ রাতে ঘুম ভেঙে যেয়ে থাকে কিন্তু বুঝতেও পারে না। মনে করে মশা বা অন্য কোন পোকা কামড়িয়েছে।
যেটি ভাবা আমাদের একেবারেই ভুল। কারণ মাঝরাতে ছারপোকা গুলো বেশি কামড়ে থাকে। এই ছারপোকা গুলো বিভিন্ন ভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে লেপ, বালিশ, কম্বল, বিছানা, গায়ের জামা কাপড়ে ইত্যাদি গুলোতেই বেশি থাকে। উকুনের মত ছোট এই পোকাটি দেখতে হয়। এই পোকাটি রক্ত খাওয়ার কারণে রক্তক্ষরণ অথবা ছারপোকা বলা যেতে পারে।
যেই বাড়িতে একবার ছারপোকা হয়ে থাকে সেই বাড়ি থেকে তাড়ানো খুব মুশকিল হয় পরে। এই জন্য সারা জীবনের জন্য ছারপোকা দূর করার উপায় সম্পর্কে আমাদের জানা প্রয়োজনীয়। এতে করে আমরা অতি তাড়াতাড়ি ঘর এবং বিছানা থেকে ছারপোকা তাড়াতে পারবো।
ঘর থেকে ছারপোকা তাড়ানোর উপায় কি
যাদের বাড়িতে ছারপোকা নামক এই পোকাটি হয়েছে তারাই একমাত্র জানে যে ছারপোকা কতটা ভয়ংকর হতে পারে। ছারপোকা খাবারই হয়ে থাকে রক্ত তাই সে মানুষের রক্ত খেতেই বেশি পছন্দ করে। তার বাঁচার জন্য রক্ত হলেই যথেষ্ট। যেকোনো কারণে যে কোন জায়গায় হতে পারে। পরিষ্কার বিছানায় অথবা অপরিষ্কার বিছানায় ও হতে পারে। অনেকেই মনে করেন উকুনের মত কি ছারপোকা ও গায়ের অথবা বাড়িতেই থাকে কিনা।
ছারপোকা উকুনের মতো গায়ে থাকেনা। তারা এক জায়গা থেকে বিভিন্ন জায়গা অথবা বিভিন্ন দেশে যেতে পারে মানুষের কাপড়ের সাথে। শহর থেকে শুরু করে গ্রামেও ছারপোকা হয়ে থাকে। তবে গ্রামের চেয়ে শহরে ছারপোকা বেশি হয়ে থাকে। ঘর থেকে ছারপোকা তাড়ানোর উপায় কি এই যারা সঠিক বক্তব্যটি সম্পর্কে জানতে চেয়েছিলেন তারা পড়তে থাকুন। ঘর থেকে ছারপোকা তাড়ানো সবথেকে সহজ কিছু মাধ্যম হচ্ছে
- ঘরে পুরনো যত ময়লা আসবাবপত্র রয়েছে সেগুলো সম্পূর্ণ বের করে পরিষ্কার করা।
- বিছানার বালিশ থেকে শুরু করে বিছানায় যত যা আছে সব কিছু ভালোভাবে টানা রোদে দেওয়া।
- ঘরে মাখারাশের ঝুল সহ ঘরটা ভালোভাবে পরিষ্কার করা।
- ঘরের বিছানার বালিশের কভার অথবা বিছানা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে দেওয়া।
- গায়ের যত জামা কাপড় রয়েছে সে সবকিছু ধুয়ে দেওয়া।
সারা জীবনের জন্য ছারপোকা দূর করার উপায়
ছারপোকা সারা জীবনের মত দূর করতে চাইলে। কিছু ঘরোয়া উপায় গুলো আমাদের জানা প্রয়োজন ওষুধে ছারপোকার না মরলেও এগুলো ফলো করে আপনি ছারপোকার তাড়াতাড়ি তাড়াতে পারবেন ঘর সহ বিছানা থেকে।
অনেকেরই দেখা যে থাকে ওষুধ দিয়েও ছারপোকা মরছে না সে ক্ষেত্রে আপনি এই নিচের টিপস গুলো ফলো করতে পারেন এবং ঘরোয়া ভাবেই কয়েক সেকেন্ডের মধ্যে ছারপোকা তাড়াতে পারবেন বা চিরতরে মেরে ফেলতে পারবেন। তবে চলুন কথা না বাড়িয়ে কি কি উপায়ে পারবে সেই উপায় গুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
- প্রথমেই আমরা একটি স্প্রে করার জন্য বাজার থেকে স্প্রে নামের যন্ত্রটি কিনে নিয়ে আসব আর যদি বাড়িতেই থাকে তাহলে তো কিনার প্রয়োজন নেই।
- পরবর্তী ধাপে আমরা একটি স্যাভলন ৪৫ টাকা দিয়ে কিনে নিয়ে আসব যদি এটিও বাড়িতে থাকে তাহলে প্রয়োজন নেই কিনার।
- পরবর্তীতে আপনি বিচিং পাউডার নামে ওষুধ টি কিনে নিয়ে আসবেন। এটি আপনি বিভিন্ন ধানের ওষুধের দোকানে যেয়ে বললেই দিবে।
- পরবর্তীতে আমরা একটি বোতল নিব সেই বোতলে আধা কাপ পরিমাণ স্যাভলন এবং বিচিং পাউডার দিয়ে দিব।
- পরবর্তীতে আমরা ৭০০ ml পরিমাণ পানি দিয়ে দিব।
- পরবর্তীতে আমরা স্প্রে নামে যন্ত্রটি বোতলে লাগিয়ে নেব।
- পরবর্তীতে পুরো বাড়িতে স্প্রে করে দিব বিশেষ করে ছারপোকার অত্যাচার যেখানে বেশি সেখানেই বেশি পরিমাণ দিয়ে দেবো।
- পরবর্তীতে আপনি লক্ষ্য করে দেখেন কয়েক সেকেন্ডে মধ্যেই ছারপোকা গুলো মরে চলে যাবে।
- পরবর্তীতে আপনি ২ থেকে ৪ ঘন্টা পর ভালোভাবে ঘর পরিষ্কার করে নিবেন পানি দিয়ে।
- এছাড়াও আপনি কিন্তু এই নিয়মে কেরসিন ব্যবহার করে ছারপোকা তাড়াতে পারে পুরো ঘর থেকে কেরসিন স্প্রে করার মাধ্যমে।
ছারপোকা তাড়ানোর গ্যাস ট্যাবলেটের নাম কি
সারা জীবনের জন্য ছারপোকা দূর করার উপায় সম্পর্কে আমরা উপরের জেনেছি। কিন্তু ছারপোকা ঘরোয়া ভাবে যেতে না চাইলে কিভাবে তাকে জোর করে তাড়াবেন সেটি জানতে হলে পড়তে থাকুন। ছারপোকা একটি মারাত্মক পোকা কারণ এটি রক্তক্ষরণ করে থাকে মূলত এরা রক্ত খেয়েই বেঁচে থাকে। ছারপোকার হলে তাড়ানোর জন্য অনেক উপায় খুঁজে বেরিয়ে থাকে অনেকেই। ছারপোকা হলে কিভাবে তাড়াবে এই নিয়ে দুশ্চিন্তায় পড়ে যায়।
ছারপোকা হলে মানুষ আতঙ্ক হওয়ার কারণ হচ্ছে ছারপোকা একটি হলে এক থেকে এক শতাংশ হয়ে থাকে কিছুক্ষণের মধ্যেই। এছাড়াও ছারপোকা যেখানে কামড় দিয়ে থাকে সেখানে লাল হয়ে থাকে। ছারপোকা তাড়ানোর গ্যাস ট্যাবলেটের নাম কি অনেকেই জানতে চেয়েছেন।
আরও পড়ুন : কিডনির সমস্যা দূর করার ২০ টি কার্যকারি উপায়
তাই তাদের জন্য নিয়ে এসেছি ছারপোকা তাড়ানোর ট্যাবলেট এর নাম এবং ব্যাবহার বিধি। ছারপোকা চিরতরে তাড়ানোর ট্যাবলেট এর নাম হচ্ছে ল্যাটন বরি। এটি দিয়ে আপনি চালে যে পোকা গুলো হয়ে থাকে সেই পোকাও তাড়াতে পারবেন।
ব্যাবহার বিধি
- একটি বোতলে আমরা ১০০ থেকে ১৫০ মিলি লিটার পানি নিয়ে নিব।
- তারপর একটি ল্যটন বরি গুঁড়ো করে নিব এবং সেই মিশ্রণটি পানিতে দিয়ে দিব।
- পরবর্তীতে আমরা ডিটারজেন্ট পাউডার এক চা চামচের মত পানিতে সাথে মিশিয়ে দিব।
- ২ থেকে ৩ চামচ স্যাভলন এড করে দিব।
- পরবর্তীতে আমরা ভালোভাবে বোতলকে ঝাকিয়ে নিব এবং একটি স্প্রে সাহায্যে পুরো ঘর সহ সকল জায়গায় স্প্রে করে দেব। তবে এটি দেওয়ার সময় অবশ্যই শিশুদের প্রতি খেয়াল রাখবেন। তারা জেনে এই কীটনাশক মুখে না দিয়ে ফেলে।
ছারপোকা মারার কিছু ঔষধের নাম
আমরা উপরের কিছু কিওয়ার্ডে জেনে এসেছি ছারপোকার সম্পর্কে অনেক কিছু সহ সারা জীবনের জন্য ছারপোকার দূর করার উপায়। তবে ছারপোকার দূর করার উপায় সম্পর্কে জানলেও ছারপোকা মারার বিভিন্ন ওষুধ রয়েছে যেগুলো অবলম্বন করেও আপনি সহজেই ঘর থেকে ছারপোকা দূর করতে পারবেন অতি তাড়াতাড়ি।
আপনারা যদি আমার নিয়ম গুলো ফলো করেন তাহলে আশা করছি অতি তাড়াতাড়ি ঘর থেকে চিরতরে জন্য তাড়াতে পারবেন। এই নিয়ম গুলো ফলো করে আপনারা ঘরের ছারপোকা থেকে শুরু করে বিভিন্ন কীটপতঙ্গ এবং তেলাপোকা ও তাড়াতে পারবেন। তবে চলুন জেনে নেয়া যাক ছারপোকা মারার কিছু ওষুধের নাম সমূহ।
- ল্যাপটন এবং স্যাভল দিয়ে আপনি খুব সহজেই ছারপোকা তাড়াতে পারবেন।
- কেরোসিনের সাথে কিছু পরিমাপ পানি অ্যাড করে স্প্রে করলে ও ছারপোকা দূর হবে।
- বিচিং পাউডার এবং স্যাভলন একসাথে এর এড করে স্প্রে করলে ছারপোকা মরে যাবে নিমিসের মধ্যে।
- ডিটারজেন্ট পাউডার, স্যাভলন এবং পানি অ্যাড করে স্প্রে করলেও ছারপোকা দূর হয়ে থাকে।
- এছাড়াও বিভিন্ন ওষুধের দোকানে যেয়ে যদি বলেন ছারপোকার মরার ওষুধ দিতে তাহলে সেই ওষুধগুলো ব্যবহার করে আপনি ছারপোকা তাড়াতে পারবেন।
- অ্যালোমিয়াম ফসফাইট নামে ওষুধ টি যে কোন দোকানে যেয়ে বললেই দিয়ে দিবে এটি ব্যবহার করেও আপনি ছারপোকা মারতে পারবেন। এটির মূল্য তোর ১৩০ থেকে ১৫০ টাকা হতে পারে। এর মধ্যে বিভিন্ন ছোট ছোট আকারে বডি রয়েছে যে বড়িগুলো আপনি কাপড়ের মুড়ে ঘরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দিয়ে রাখলেই ছারপোকা দূর হবে।
লেখকের শেষ মন্তব্য
সারা জীবনের জন্য ছারপোকা দূর করার উপায় সম্পর্কে বিস্তারিত পরে আশা করছি আপনারা উপকৃত হবেন এবং আমার দেখানো নিয়ম গুলো যদি ফলো করেন তাহলে আপনারাও অতি তাড়াতাড়ি তাড়াতে পারবেন ঘর থেকে সারা জীবনের মত ছারপোকা। এছাড়াও এই উপায় গুলো জানা থাকলে আপনি যে কোন মুহূর্তে ছারপোকা হলেও এর মোকাবিলা করতে পারবেন সঙ্গে সঙ্গেই। আপনি আপনার পরিচিত বন্ধু এবং আপনজনের মাঝেও এই কথা গুলো শেয়ার করে তাদেরও ছারপোকা সম্পর্কে বলে রাখুন এতে করে তারাও ছারপোকা হলে যে কোন সময় তাদের সাথে মোকাবেলা করতে পারবে।
আপনি যদি নিয়মিত নিত্যনতুন পোস্ট করতে ভালোবাসেন তাহলে স্বপ্ন ছোঁয়া ওয়েবসাইটি ভিজিট করে রাখতে পারেন। কারণ স্বপ্ন ছোঁয়া ওয়েবসাইটের নিত্য নতুন পোস্ট আপডেট করা হয়ে থাকে। আপনার যদি কোন প্রশ্ন বা মতামত থেকে থাকে সেই সম্পর্কেও নিচে কমেন্ট বক্সে জানিয়ে রাখুন।। আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য এবং এই পোস্টটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ার জন্য।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url